shono
Advertisement
RPF

খুন করে চলন্ত ট্রেন থেকে ছুড়ে ফেলা হল ২ আরপিএফকে! নেপথ্যে মদ পাচারচক্র?

ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 02:26 PM Aug 21, 2024Updated: 02:36 PM Aug 21, 2024

সুব্রত বিশ্বাস: খুন করে চলন্ত ট্রেন থেকে ছুড়ে ফেলা হয়েছে ২ আরপিএফ জওয়ানকে! মঙ্গলবার রাতে উত্তরপ্রদেশের গাজীপুরের ভাদাউরার কাছে লাইনের ধার থেকে তাঁদের দেহ উদ্ধার করা হয়। আরপিএফের সন্দেহ, ট্রেনে মদ পাচারকারীদের হাতেই খুন হয়েছেন ওই দুজন। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। তদন্ত নেমেছে গাজীপুর রেল পুলিশও।

Advertisement

জানা গিয়েছে, মৃত দুজনের নাম প্রমোদ কুমার ও জাভেদ খান। তাঁরা মুঘলসরাই ডিভিশনে কর্মরত ছিলেন। বারমের-গুয়াহাটি এক্সপ্রেসে নিরাপত্তার দায়িত্বে ছিলেন দুজনে। আরপিএফ সূত্রে খবর, বিহারে মদ বন্ধের পর থেকে দেশের নানা স্থান থেকে ট্রেনের মাধ্যমে মদ পাচার করে পাচারকারীরা। ধরাও পড়ে অনেক সময়। সন্দেহ করা হচ্ছে, এদিনও তেমনি কিছু ঘটায় পাচারকারীরা ওই দুজনকে মেরে প্রমাণ লোপাটের জন্য চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়। দেহ দুটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। গাজীপুর রেল পুলিশও তদন্ত শুরু করেছে।  

[আরও পড়ুন: এবার ছত্তিশগড়, ১৭ জন মিলে আদিবাসী মহিলাকে গণধর্ষণ! গ্রেপ্তার ৬

এই ঘটনায় স্বাভাবিকভাবে আতঙ্কিত যাত্রীরা। উত্তরপ্রদেশের বারমের থেকে ট্রেনটি বুধবার দুপুরে গুয়াহাটি পৌঁছয়। রাতভর আতঙ্কে কাটিয়ে গন্তব্যে পৌঁছতেই যাত্রীরা ক্ষোভ উগরে দেন। তাঁদের অভিযোগ, ট্রেনে কোনওরকম নিরাপত্তা নেই। কিছুদিন আগে জলন্ধর থেকে পেটি পেটি মদ আনা হচ্ছিল ট্রেনে। আপেলের পেটি বলে মদ তোলা হয়। জিআরপি সেগুলো আটক করার পর টিটিই জানায়, তাঁকে আপেল আছে বলে ট্রেনে তোলা হয়েছিল পেটিগুলো। এক শ্রেণির রেলকর্মীরা এই পাচারে সহযোগিতায় করে বলেও অভিযোগ উঠেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মঙ্গলবার রাতে উত্তরপ্রদেশের গাজীপুরের ভাদাউরার কাছে লাইনের ধার থেকে দুজনের দেহ উদ্ধার করা হয়।
  • আরপিএফের সন্দেহ, ট্রেনে মদ পাচারকারীদের হাতেই খুন হয়েছেন ওই দুজন।
  • ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। তদন্ত নেমেছে গাজীপুর রেল পুলিশও।
Advertisement