shono
Advertisement

Breaking News

Jammu and Kashmir

ভোটের কাশ্মীরে নাশকতার ছক! এনকাউন্টারে খতম দুই জঙ্গি

ফের নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা করেছিল জেহাদিরা।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 08:24 AM May 17, 2024Updated: 09:04 AM May 17, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের বাকি রাজ্যগুলোর মতোই ভোট চলছে জম্মু ও কাশ্মীরে। এর মাঝেই ফের গুলির লড়াইয়ে কাঁপল উপত্যকা। নিরাপত্তাবাহিনীর এনকাউন্টারে খতম দুই জঙ্গি। বৃহস্পতিবার কুপওয়ারা জেলায় নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের ছক কষেছিল জেহাদিরা। কিন্তু সেই পরিকল্পনা বানচাল করে দেন জওয়ানরা। এখনও লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে চলছে তল্লাশি অভিযান।  

Advertisement

সেনা সূত্রে খবর, বৃহস্পতিবার নিয়ন্ত্রণরেখা বা লাইন অফ কন্ট্রোল (LoC) পেরিয়ে কুপওয়ারা জেলায় ঢোকার চেষ্টা করেছিল জঙ্গিরা। কিন্তু সেই ছক ধরে ফেলে গোয়েন্দা সংস্থাগুলো। সেই তথ্য পেয়েই অনুপ্রবেশকারী জেহাদিদের নাশকতার পরিকল্পনা ভেস্তে দিতে অভিযানে নামে ভারতীয় সেনা ও কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী। গোটা এলাকা ঘিরে ফেলে চলে ব্যাপক তল্লাশি। সেখানেই জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই হয় জওয়ানদের। আর তাতেই নিকেশ হয়েছে দুই জেহাদি। 

জানা গিয়েছে, তল্লাশির সময় দুটি পিস্তল, গোলাবারুদ ও বেশ কয়েকটি অস্ত্রশস্ত্র উদ্ধার করেছেন জওয়ানরা। লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে এখনও ওই এলাকায় চলছে তল্লাশি অভিযান। প্রসঙ্গত, গত মাসেই জম্মু ও কাশ্মীরের উরি সেক্টরে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে বারামুল্লা জেলায় অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা করেছিল জঙ্গিরা।  কিন্তু তাদের সেই পরিকল্পনা বানচাল করে দেয় সেনা। জেহাদিদের সঙ্গে বেশ কিছুক্ষণ গুলির লড়াই চলে জওয়ানদের। তার পরই সেনার হাতে নিকেশ হয় এক জঙ্গি।  

কয়েকদিন আগেই সেনা ও পুলিশের যৌথবাহিনীর অভিযানে খতম হয়েছিল তিন লস্কর জঙ্গি। যার মধ্যে ছিল লস্কর-ই-তইবার অন্যতম শীর্ষ কমান্ডার বাসিত দার। এই বাসিতের সঙ্গেই খতম হয়েছিল তার সহযোগী মোমিন মীর-সহ আরেক জঙ্গি। বিভিন্ন রাজ্যের পাশাপাশি গণতন্ত্রের উৎসব চলছে জম্মু ও কাশ্মীরেও। সেই নির্বাচন বানচাল করতে সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে জঙ্গিরা। 

বলে রাখা ভালো, জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir) থেকে ৩৭০ ধারা বাতিলের পর থেকেই উত্তেজনা তৈরির চেষ্টা করছে পাকিস্তান। ভারতে জঙ্গি অনুপ্রবেশ করিয়ে নাশকতার চেষ্টা করছে তারা। আর এক্ষেত্রে কাশ্মীরের  বিচ্ছিন্নতাবাদী শক্তিকে মদতের পাশাপাশি পাঞ্জাবের খালিস্তান জঙ্গিদেরও নানাভাবে সাহায্য করা হচ্ছে। তাই চিনের তৈরি ড্রোন ব্যবহার করে অস্ত্র ও মাদকও ভারতে ঢোকানো হচ্ছে। সম্প্রতি এক গোয়েন্দা রিপোর্টে বলা হয়, নিয়ন্ত্রণরেখা বরাবর সন্ত্রাসবাদী হামলার লঞ্চিং প্যাডগুলো সক্রিয় করেছে পাক সেনা। সেখান থেকে জইশ-ই-মহম্মদ, লস্কর-ই-তইবার জঙ্গিরা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছে।    

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বৃহস্পতিবার নিয়ন্ত্রণরেখা বা লাইন অফ কন্ট্রোল (LoC) পেরিয়ে কুপওয়ারা জেলায় ঢোকার চেষ্টা করেছিল জঙ্গিরা।
  • সেই ছক ধরে ফেলে গোয়েন্দা সংস্থাগুলো। সেই তথ্য পেয়েই অনুপ্রবেশকারী জেহাদিদের নাশকতার পরিকল্পনা ভেস্তে দিতে অভিযানে নামে ভারতীয় সেনা ও কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী।
  • তল্লাশির সময় দুটি পিস্তল, গোলাবারুদ ও বেশ কয়েকটি অস্ত্রশস্ত্র উদ্ধার করেছেন জওয়ানরা। লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে এখনও ওই এলাকায় চলছে তল্লাশি অভিযান।
Advertisement