shono
Advertisement
Jammu and Kashmir

ফের উত্তপ্ত ভূস্বর্গ, বারামুলায় সেনার সঙ্গে সংঘর্ষে খতম ২ জঙ্গি

গুলির লড়াইয়ে আহত হয়েছেন এক পুলিশকর্মী।
Published By: Kishore GhoshPosted: 04:16 PM Jun 19, 2024Updated: 04:42 PM Jun 19, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) বারামুলায় সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে খতম হল ২ জঙ্গি। সেনা সূত্রে জানা গিয়েছে, বারামুলার সোপোর এলাকায় সন্ত্রাসবাদীদের সঙ্গে গুলির লড়াই চলে নিরাপত্তা বাহিনীর। সংঘর্ষে এক পুলিশকর্মী আহত হয়েছেন।

Advertisement

কাশ্মীর পুলিশের এক শীর্ষ আধিকারিক জানান, বুধবার হাদিপোরায় সোপোর এলাকায় অপরেশন চালায় সেনা ও পুলিশের যৌথবাহিনী। সেই সময় গুলির লড়াইয়ে নিকেশ হয় ২ জঙ্গি। এখন পর্যন্ত দুই জঙ্গির পরিচয় জানা যায়নি। উল্লেখ্য, এর আগে সোমবার বাঁদিপোরা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াইয়ে খতম হয় এক জঙ্গি। আরাগাম এলাকায় রবিবার গভীর রাতে অপরেশন চালানো হয়েছিল। তখনই সংঘর্ষে মৃত্যু হয় এক জঙ্গির।

 

[আরও পড়ুন: কেজরির বিরুদ্ধে ১০০ কোটির দুর্নীতির প্রমাণ আছে, দাবি ইডির, বাড়ল হেফাজতের মেয়াদ

এদিকে ভূস্বর্গে আরও এক চাঞ্চল্যকর ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। ওই অভিযুক্ত এক পুলিশকর্মীর একে-৪৭ বন্দুক নিয়ে পালিয়ে গিয়েছিল। মঙ্গলবার পালিয়ে যাওয়ার পর বুধবার মহম্মদ রফি নামের অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। এর সঙ্গে উপত্যকার সন্ত্রাসের কারবারিদের যোগ আছে কি না খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হচ্ছে।

 

[আরও পড়ুন: রামমন্দিরে চলল গুলি! মৃত SSF জাওয়ান, অযোধ্যায় ব্যাপক আতঙ্ক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কাশ্মীর পুলিশের এক শীর্ষ আধিকারিক জানান, বুধবার হাদিপোরায় সোপোর এলাকায় অপরেশন চালায় সেনা ও পুলিশের যৌথবাহিনী।
  • এদিকে ভূস্বর্গে আরও এক চাঞ্চল্যকর ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ।
Advertisement