সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পোস্তায় বহুতল থেকে ঝাঁপ একই পরিবারের তিন সদস্যের৷ বুধবার সন্ধেয় মা, মেয়ে ও নাতনি ঝাঁপ দেন চারতলা থেকে৷ ঘটনাস্থলে পৌঁছায় পোস্তা থানার বিশাল পুলিশবাহিনী৷ জখম ওই তিনজনকে মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে৷ কী কারণে দুধের শিশুকে সঙ্গে নিয়ে এভাবে আত্মহত্যার চেষ্টা করলেন মা-মেয়ে, তা খতিয়ে দেখছে পুলিশ৷
[অভিনেত্রীর বাড়িতে পরিচারিকার রহস্যমৃত্যু, খুন না আত্মহত্যা ধন্দে পুলিশ]
বুধবার সন্ধেয় পোস্তার ১০ নম্বর বটতলা স্ট্রিটে আচমকাই হুড়োহুড়ি পড়ে যায়৷ হঠাৎই একটি বহুতলের উপর থেকে নিচে কিছু পড়ে যাওয়ার শব্দ পান স্থানীয় বাসিন্দারা৷ ঘটনাস্থলে ছুটে যান তাঁরা৷ ঘটনাস্থলে পৌঁছে তাঁরা দেখেন রক্তে ভেসে যাচ্ছে গোটা এলাকা৷ উপর থেকে নিচে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছেন একই পরিবারের তিন সদস্য৷ সঙ্গে রয়েছে দুধের শিশুও৷ প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথমে ওই পরিবারেরই এক প্রৌঢ়া চারতলা থেকে নিচে ঝাঁপ দেন৷ এরপর বছর দুয়েকের মেয়েকে কোলে নিয়ে নিচে ঝাঁপ দেন এক মধ্যবয়স্ক মহিলা৷ সম্পর্কে তিনি প্রৌঢ়ার মেয়ে হন৷ দুধের শিশুটি প্রৌঢ়ার নাতনি৷ মাথায় গভীর চোট পান তিনজনেই৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পোস্তা থানার পুলিশ আধিকারিকরা৷ শিশু-সহ তিনজনকে উদ্ধার করে মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই আপাতত চিকিৎসা চলছে তিনজনের৷ ওই প্রৌঢ়া এবং তাঁর মেয়ের অবস্থা আশঙ্কাজনক৷ শিশুটির আঘাতও গুরুতর৷ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তাঁরা৷
[শহরে প্রতারণার নয়া ফাঁদ, অ্যাকাউন্ট হ্যাক করে চলছে দেদার শপিং]
স্থানীয়দের দাবি, এই ঘটনার সময় বছর দুয়েকের নাতনিকে নিয়ে বাড়িতে ছিল ওই প্রৌঢ়া এবং তাঁর মেয়ে৷ পুলিশই পরিবারের অন্যান্যদের খবর দেয়৷ তড়িঘড়ি হাসপাতালে পৌঁছান তাঁরা৷ কি কারণে দুধের শিশুকে সঙ্গে নিয়ে বহুতল থেকে ঝাঁপ দিলেন প্রৌঢ়া এবং তাঁর মেয়ে, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা৷ তদন্তের স্বার্থে আপাতত ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ৷ ওই পরিবারের অন্যান্য সদস্য এবং প্রতিবেশীদের সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা৷
The post দুধের শিশুকে কোলে নিয়ে বহুতল থেকে ঝাঁপ মা-দিদার appeared first on Sangbad Pratidin.