shono
Advertisement

Breaking News

মাটিগাড়ার নাবালিকা স্কুল ছাত্রীর খুন নিয়ে ভিডিও, শ্রীঘরে দুই ইউটিউবার

ছাত্রী খুনের ঘটনায় রাজ্য রাজনীতি উত্তাল হয়।
Posted: 08:29 PM Sep 27, 2023Updated: 08:29 PM Sep 27, 2023

তারক চক্রবর্তী, শিলিগুড়ি: মাটিগাড়ার নাবালিকা খুনের ঘটনাকে কেন্দ্র করে ভিডিও তৈরি করে বিপাকে দুই ইউটিউবার। ঠাঁই হল শ্রীঘরে। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, সম্প্রতি মাটিগাড়ার নাবালিকা খুনের ঘটনাকে কেন্দ্র করে ভিডিও তৈরি করেন শিলিগুড়ির দুই ইউটিউবার। বিষয়টি নজরে আসতেই পুলিশের দ্বারস্থ হন স্বেচ্ছাসেবী সংগঠন নারী শক্তি। সেই অভিযোগ পেতেই তদন্তে নামে পুলিশ। আশিঘর এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় দু’জনকে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম পলাশ সাহা এবং হৃদয় বর্মন।

[আরও পড়ুন: সংবাদ প্রতিদিনের খবরের জের, অবশেষে ডেঙ্গু নিয়ে নড়েচড়ে বসল যাদবপুর বিশ্ববিদ্যালয়]

উল্লেখ্য, চলতি বছরের আগস্ট মাসে শিলিগুড়ির মাটিগাড়া এলাকায় নাবালিকা এক স্কুল ছাত্রীকে খুনের ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই রাজ্য রাজনীতিতে এই ঘটনাকে ঘিরে জোর শোরগোল পড়েছিল। আর এই ঘটনার পর নাবালিকা ওই স্কুল ছাত্রীর নাম ব্যবহার করে ভিডিও তৈরি করে ওই দুই যুবক। এরপরই ভিডিওটি নারীশক্তি নামে একটি সংগঠনের নজরে আসে। বিষয়টি নিয়ে তারা প্রথমে মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে চলতি মাসের ২৬ তারিখ শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হয়।

সেই ঘটনার তদন্তে নেমে মঙ্গলবার রাতে শিলিগুড়ির আশিঘর থেকে ওই দুই যুবককে গ্রেপ্তার করে শিলিগুড়ির মাটিগাড়া থানার পুলিশ। এরপর সাইবার ক্রাইম থানাকে হস্তান্তর করা হয়। গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। বুধবার ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হলে বিচারক তাদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। শিলিগুড়ির পুলিশ কমিশনার সুধাকর সি বলেন, “আমাদের কাছে অভিযোগ আসার পর দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।”

[আরও পড়ুন: আধঘণ্টার নোটিসে তলব বিচারপতি গঙ্গোপাধ্যায়ের, সময়ের আগেই হাজির আইনমন্ত্রী মলয় ঘটক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement