তারক চক্রবর্তী, শিলিগুড়ি: মাটিগাড়ার নাবালিকা খুনের ঘটনাকে কেন্দ্র করে ভিডিও তৈরি করে বিপাকে দুই ইউটিউবার। ঠাঁই হল শ্রীঘরে। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, সম্প্রতি মাটিগাড়ার নাবালিকা খুনের ঘটনাকে কেন্দ্র করে ভিডিও তৈরি করেন শিলিগুড়ির দুই ইউটিউবার। বিষয়টি নজরে আসতেই পুলিশের দ্বারস্থ হন স্বেচ্ছাসেবী সংগঠন নারী শক্তি। সেই অভিযোগ পেতেই তদন্তে নামে পুলিশ। আশিঘর এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় দু’জনকে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম পলাশ সাহা এবং হৃদয় বর্মন।
[আরও পড়ুন: সংবাদ প্রতিদিনের খবরের জের, অবশেষে ডেঙ্গু নিয়ে নড়েচড়ে বসল যাদবপুর বিশ্ববিদ্যালয়]
সেই ঘটনার তদন্তে নেমে মঙ্গলবার রাতে শিলিগুড়ির আশিঘর থেকে ওই দুই যুবককে গ্রেপ্তার করে শিলিগুড়ির মাটিগাড়া থানার পুলিশ। এরপর সাইবার ক্রাইম থানাকে হস্তান্তর করা হয়। গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। বুধবার ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হলে বিচারক তাদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। শিলিগুড়ির পুলিশ কমিশনার সুধাকর সি বলেন, “আমাদের কাছে অভিযোগ আসার পর দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।”