shono
Advertisement

পাকিস্তানে রাজনৈতিক সভা চলাকালীন ভয়াবহ বিস্ফোরণ, মৃত অন্তত ৩৫, আহত ৮০ জন

সভার আয়োজন করেছিল জামিয়ত উলেমা ইসলাম-ফজল।
Posted: 07:16 PM Jul 30, 2023Updated: 08:07 PM Jul 30, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান (Pakistan)। রবিবার খাইবার পাখতুনখাওয়া প্রদেশে একটি রাজনৈতিক দলের সভায় ভয়াবহ বিস্ফোরণে প্রাণ গেল কমপক্ষে ৩৫ জনের। আহত অন্তত ৮০ জন। সভার আয়োজন করেছিল জামিয়ত উলেমা ইসলাম-ফজল। হাজির হয়েছিলেন অসংখ্য মানুষ। সেই সভা চলাকালীন বিস্ফোরণ ঘটে। এর ফলেই মৃত্যু হয়েছে ২০ জনের। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করছে প্রশাসন।

Advertisement

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণে মৃত্যু হয়েছে জামিয়ত উলেমা ইসলাম-ফজলের অন্যতম শীর্ষ নেতা মৌলানা জিয়াউল্লা জানের। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দমকল বাহিনী। আহতদের উদ্ধার করে দ্রুত পেশোয়ার এবং তিমেরগেরার হাসপাতালগুলিতে ভরতি করা হয়েছে। এখনও অবধি কোনও জঙ্গিগোষ্ঠী বিস্ফোরণের দায় স্বীকার করেনি। তদন্ত শুরু করেছে পুলিশ।

[আরও পড়ুন: অবৈধ সোনার খনিতে কাজে গিয়ে বিপত্তি, পাঁচদিন আটকে ইন্দোনেশিয়ার ৮ পরিযায়ী শ্রমিক]

জেইউ-এফের আরেক শীর্ষ নেতা হাফিজ হামিদুল্লা জানান, সভায় তিনিও আমন্ত্রিত ছিলেন। শেষ মুহূর্তে ব্যক্তিগত কাজের কারণে যেতে পারেননি। খবর পেয়েছেন, দলের ১০-১২ জন সক্রিয় কর্মীর মৃত্যু হয়েছে বিস্ফোরণে। হামলাকারীদের উদ্দেশে হামিদুল্লার বার্তা, “এই বিস্ফোরণের তীব্র নিন্দা করছি আমি। এর পিছনে যাঁরা রয়েছেন, তাঁদের একটি বার্তা দিতে চাই, যে এই কাজ জেহাদ নয়, সন্ত্রাসবাদ।” উল্লেখ্য, এর আগেও জামিয়ত উলেমা ইসলাম-ফজলের সভায় হামলা হয়েছে, কর্মীদের খুন করার চেষ্টা হয়েছে বলে অভিযোগ শীর্ষনেতার। যদিও প্রশাসন ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন তিনি।

[আরও পড়ুন: আমেরিকায় ছুরির কোপে মহিলাকে খুন, মৃত্যুর মুহূর্তের ভিডিও ফেসবুকে পোস্ট যুবকের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement