shono
Advertisement

মোদিকে আক্রমণ থেকে কর্মসংস্থানের আশ্বাস, সাহাগঞ্জে মুখ্যমন্ত্রীর বক্তব্যের ২০ পয়েন্ট

আর কী কী বললেন মুখ্যমন্ত্রী?
Posted: 01:47 PM Feb 24, 2021Updated: 02:44 PM Feb 24, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাহাগঞ্জ থেকে মোদির পালটা সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee)। সেই সভা থেকে কী বললেন মুখ্যমন্ত্রী?

Advertisement

  • মুখ্যমন্ত্রীর মুখে ‘খেলা হবে’ স্লোগান।
  • ট্রান্সপারেন্ট স্ক্রিন দেখে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক লাইন বাংলা বলে বাংলার মন জয় করা যায় না। 
  • সব আমি করেছি, প্রধানমন্ত্রী ফিতে কেটে বাহবা নিচ্ছেন।
  • ডানলপ বন্ধ পড়ে রয়েছে কেন, জবাব দিন প্রধানমন্ত্রী। ডানলপ কারখানার মালিক পবন রুইয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। অথচ তাঁদের বাড়িতে থাকেন বিজেপি নেতারা।
  • পাঁচ-দশ টাকা নিলে তোলাবাজ? আর আপনারা যে কারখানা-সহ সবকিছু বেচে দিচ্ছেন তার বেলা কী হবে?
  • ঘরের বউকে কয়লা চোর বলছেন। সাহস তো কম নয়? নরেন্দ্র মোদির সারা গায়ে ময়লা লেগে রয়েছে। উনি তো দাঙ্গাবাজ।
  • রাজ্যে অনেক শিল্প হচ্ছে। এখানেও (হুগলি) নতুন শিল্প হচ্ছে। যেখানে ৬০০ লোক কাজ পাবেন। ওঁরা আমাকে উদ্বোধন করতে বলেছিল কিন্তু আমার সময় হল না। আর এটা দলীয় অনুষ্ঠান সেখান থেকে উদ্বোধন করব না।
  • এখানে হ্যান্ডলুম, প্লাস্টিক ক্লাস্টার হয়েছে। বহু মানুষ কাজ করছে। সিঙ্গুরে অ্যাগ্রো শিল্প তৈরি হচ্ছে। সেখানে চাষও হচ্ছে। আবার শিল্প হলে কাজও পাবে। ডানকুনির টোল প্লাজার কাছে কারখানা আমি তৈরি করেছি। 
  • আগামী পাঁচ বছরে দেড় কোটি ছেলেমেয়েকে কাজ দেব আমরা। বাংলায় ৪০ শতাংশ দারিদ্র কমিয়েছি আমরা। 
  • কতজনকে গ্রেপ্তার করে দেখব। তৃণমূল কংগ্রেসের ২০ লক্ষ কর্মী রয়েছে। আমাকে যদি আদি সপ্তগ্রামে গাছ করে পোঁতেন তাহলে আমি দিল্লিতে গিয়ে উঠব।একজন পাজি দানব, আর একজন দৈত্য মিলে সরকার চালাচ্ছে। হোঁদল কুতকুত প্রধানমন্ত্রী।
  • খেলা তো হবেই। আর একবার বাংলায় এই খেলায় তাঁদের হারিয়ে দিতে পারলে  দেশ থেকে বিদায় নেবে বিজেপি। ওরা একবার ক্ষমতায় এলে এলাকা দখল করবে, ছেলেমেয়েদের ভবিষ্যৎ দখল করবে।
  • ওঁরা আমাকে ভয় পায়। তাই আমাকে ধমকানি দিচ্ছে। কিন্তু তাতে কোনও লাভ হবে না। 
  • ক’জনকে গ্রেপ্তার করবে? জেল ফুটো করে, দেশ ফুটো করে বেরিয়ে আসবে। 
  • বাংলা চালাবে বাংলার মানুষ। ক্ষমতায় এলে বাংলাকে বিক্রি করে দেবে বিজেপি।
  • কই কৃষকদের তো ঋণ শোধ হয় না? বিজেপির সবক’টা চোর। চোরের মায়ের বড় গলা। 
  • বাড়ির মা-বোনেদের চোর বলছেন, আর কয়লা চোরেদের হোটেলে থাকছেন, তাদের সঙ্গে নানা কাজ কারবার করছেন।
  • নরেন্দ্র মোদিজি ও আপনার দানব বন্ধু বড্ড বেশি কথা বলছেন। দুটো মাস সহ্য করতে হবে। তার পর দেখব ফ্যাসিবাদ কোথায় থাকে?
  • আপনারা কিছু না করেই মিথ্যা কথা বলে চলেছেন। ১৮টা আসন জিতে নেচে বেড়াচ্ছেন। হুগলির সবক’টা আসন জিতবে তৃণমূল। 
  • বাংলাকে বাঁচতে দিন, এই মাটিতে বিজেপিকে কবর দিন।  
  • ফোনে হ্যালো বলবেন না, জয় বাংলা বলবেন।

দেখুন ভিডিও:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার