shono
Advertisement

প্যারালিম্পিকের জোয়ারে গা ভাসাচ্ছে গুগলও

বিশ্বের মোট ১৭৪ টি দেশের প্রতিযোগীরা এবার অংশ নেবে ২২ টি ইভেন্টে৷ The post প্যারালিম্পিকের জোয়ারে গা ভাসাচ্ছে গুগলও appeared first on Sangbad Pratidin.
Posted: 06:42 PM Sep 07, 2016Updated: 01:19 PM Sep 07, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওলিম্পিক নিয়ে ক্রীড়াপ্রেমীদের মধ্যে যত উৎসাহ আর আগ্রহ থাকে, প্যারালিম্পিক নিয়ে সচরাচর ততটা দেখা যায় না৷ এবারের প্যারালিম্পিক কবে শুরু? ভারত কি অংশ নিয়েছে? এসব প্রশ্নের উত্তর অনেকেরই জানা নেই৷ মুশকিল আসান করে দিল গুগলই৷ দায়িত্ব নিয়ে সবাইকে সে কথা মনে করিয়ে দিল যে বুধবার অর্থাৎ আজ থেকেই রিওর বুকে বসছে প্যারালিম্পিকের আসর৷ ওলিম্পিকের সময় ডুডলে বিশেষ ফ্রুট গেম চালু করে টেক স্যাভিদের মন জয় করেছিল গুগল৷ প্যারালিম্পিককেও তাই খাটো করতে চায় না গুগল৷ আর সেই কারণে এদিনের গুগল ডুডল তৈরি হল প্যারিলিম্পিককে মাথায় রেখে৷ ১৫ তম সামার প্যারালিম্পিকে অংশ নেওয়া প্রতিযোগীদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে রাখল গুগল৷

Advertisement

দক্ষিণ আমেরিকায় এবারই প্রথম সামার প্যারালিম্পিকের আসর বসল৷ আর মজার বিষয় হল, রিওতে এখন জাঁকিয়ে ঠান্ডা পড়েছে৷ অর্থাৎ শীতে আয়োজিত হচ্ছে সামার প্যারালিম্পিক৷ বিশ্বের মোট ১৭৪ টি দেশের প্রতিযোগীরা এবার অংশ নেবে ২২ টি ইভেন্টে৷ অন্যান্যবারের তুলনায় এবারই রিও ওলিম্পিকে সবচেয়ে বেশি প্রতিযোগী পাঠিয়েছিল ভারত৷ প্যারালিম্পিকেও ছবিটা একরকম৷ ১৬ জন পুরুষ ও তিনজন মহিলা অ্যাথলিট-সহ মোট ১৯ জন এবার অংশ নিচ্ছে প্যারালিম্পিকে৷

বিক্ষুব্ধ রিওতে গত মাসেই শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ওলিম্পিক৷ তবে ব্রাজিলের বিখ্যাত মারাকানা স্টেডিয়াম এখনও ঝকঝক করছে৷ কারণ বুধবার প্যারালিম্পিকের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানও হবে এই স্টেডিয়ামেই৷ প্রতিযোগিতার ফাইনাল ১৮ সেপ্টেম্বর৷

The post প্যারালিম্পিকের জোয়ারে গা ভাসাচ্ছে গুগলও appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement