shono
Advertisement

নামী মুখ নয়, স্থানীয় নেতৃত্বে ভরসা, অবশেষে অভিষেকের বিরুদ্ধে প্রার্থী ঘোষণা গেরুয়া শিবিরের

Published By: Sucheta SenguptaPosted: 11:34 AM Apr 16, 2024Updated: 01:27 PM Apr 16, 2024

নন্দিতা রায় ও রূপায়ণ গঙ্গোপাধ্যায়: অবশেষে ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করল বিজেপি। তবে কোনও নামী মুখ নয়। দুবারের সাংসদের বিরুদ্ধে লড়াই জোরদার করতে স্থানীয় নেতৃত্বেই ভরসা রেখেছে গেরুয়া শিবির। মঙ্গলবার দিল্লি থেকে প্রকাশিত বিজেপির (BJP)আরেক দফা প্রার্থী তালিকা দেখা গিয়েছে, ডায়মন্ড হারবার (Diamond Harbour) কেন্দ্র থেকে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে লড়বেন অভিজিৎ দাস, ওরফে ববি। দক্ষিণ ২৪ পরগনার প্রাক্তন জেলা সভাপতি অভিজিৎ দাস বর্তমানে রাজ্য বিজেপির সদস্য। সূত্রের খবর, তাঁর নাম প্রস্তাব করেছিলেন স্বয়ং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাতেই সিলমোহর দিল দিল্লির শীর্ষ নেতৃত্ব।

Advertisement

ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস। নিজস্ব চিত্র।

ডায়মন্ড হারবারের মতো রাজ্যের অন্য়তম হাইভোল্টেজ কেন্দ্রের প্রার্থী ঘোষণা নিয়ে বিস্তর দ্বিধাদ্বন্দ্বে ছিল বিজেপি শীর্ষ নেতৃত্ব। লোকসভা ভোটের (2024 Lok Sabha Election) লড়াইয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বী হিসেবে গেরুয়া শিবিরের একাধিক ব্যক্তির নাম ভেসেছে। কখনও রুদ্রনীল ঘোষ, কখনও শঙ্কুদেব পণ্ডা, কখনও কৌস্তভ বাগচি।  কিন্তু এতদিন প্রার্থী হিসেবে কারও নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি বিজেপি। রাজ্যের ৪২ কেন্দ্রের মধ্যে একমাত্র ডায়মন্ড হারবারের প্রার্থী নির্বাচনই বাকি ছিল। মঙ্গলবার দেশের মোট ৭ কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণার মধ্যে দিয়ে বাংলার এই কেন্দ্রটির প্রার্থীর নাম জানাল দিল্লি বিজেপির সদর দপ্তর।

[আরও পড়ুন: দক্ষিণবঙ্গের ১০ জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা, কেমন থাকবে কলকাতার আবহাওয়া?]

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডায়মন্ড হারবার থেকে পদ্মশিবিরের হয়ে লড়বেন অভিজিৎ দাস ওরফে ববি। পেশায় আইনজীবী স্বচ্ছ ভাবমূর্তিসম্পন্ন, দীর্ঘদিন ধরে দলের একনিষ্ঠ এই সদস্যকে প্রার্থী করার প্রস্তাব মোদি-শাহদের কাছে দিয়েছিলেন সুকান্ত মজুমদার।ডায়মন্ড হারবারের রাজনৈতিক অস্থির পরিস্থিতি নিয়ে বরাবর সরব তিনি। এছাড়া এলাকার শ্রমিক মহলেও যথেষ্ট পরিচিত মুখ অভিজিৎ দাস। ২০১৪ সালে অভিষেকের বিরুদ্ধে এই কেন্দ্র থেকে প্রার্থীও হয়েছিলেন তিনি। এইসব ফ্যাক্টর তুলে ধরে তাঁকেই প্রার্থী করার কথা জানিয়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি। তা নিয়ে দীর্ঘ আলাপ-আলোচনার পর অবশেষে স্থানীয় স্তরের সংগঠনকে গুরুত্ব দিয়ে অভিজিৎ দাসকেই লড়াইয়ের মুখ হিসেবে বেছে নেওয়া হল।  প্রার্থী হয়ে দলের শীর্ষ নেতৃত্বকে ধন্যবাদ জানানোর পাশাপাশি লড়াই কঠিন নয় বলেও জানাচ্ছেন অভিজিৎ দাস। শেষ দফায়, ১ জুন ডায়মন্ড হারবারে ভোট। এখানে তাঁর মূল প্রতিদ্বন্দ্বী অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও সিপিএমের তরুণ নেতা প্রতীক-উর রহমান। 

[আরও পড়ুন: পড়াশোনা বিদেশে, লন্ডন থেকে CAA’র প্রতিবাদ, চেনেন ভোট ময়দানে নামা তৃণমূলের নয়া প্রার্থীকে?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement