shono
Advertisement

Breaking News

আগামী বছর ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায় হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ, চূড়ান্ত হয়ে গেল দিনক্ষণ?

কবে শুরু হচ্ছে মেগা টুর্নামেন্ট? শেষ কবে?
Posted: 12:01 PM Jul 29, 2023Updated: 12:01 PM Jul 29, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী বছর টি-টোয়েন্টি (T-20 World Cup) বিশ্বকাপের বল গড়াবে ৪ জুন থেকে। টুর্নামেন্ট চলবে ৩০ জুন পর্যন্ত। ম্যাচগুলো হবে ১০টি ভেন্যুতে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

Advertisement

আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাটে বদল আনা হবে। আগের দু’টি সংস্করণে প্রথম রাউন্ডের পর সুপার টুয়েলভের খেলা হয়েছে। আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে তা হবে না।
২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে ২০টি দল।

[আরও পড়ুন: সঞ্জুর জার্সি পরে প্রথম ওয়ানডে-তে কেন সূর্য? জানা গেল আসল কারণ]

 

প্রথম রাউন্ডে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে ২০টি দলকে। আর প্রতিটি গ্রুপে থাকবে ৫টি করে দল। প্রতিটি গ্রুপের সেরা দু’টি দল যাবে সুপার এইটে। আটটি দলকে দু’টি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপে থাকবে চারটি করে দল। প্রতিটি গ্রুপ থেকে সেরা দু’টি দল যাবে সেমিফাইনালে।

দুটি লক্ষ্য নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে অপর আয়োজক করা হয়েছে। ক্রিকেটের সম্প্রসারণে উত্তর আমেরিকার বাজার ধরার চেষ্টা করছে আইসিসি। এখন আইপিএলের আদলে মেজর লিগ ক্রিকেট শুরু হয়েছে মার্কিন মুলুকে। উত্তর আমেরিকার বাজার ধরার সঙ্গে সঙ্গে ২০২৮ সালের লস এঞ্জেলস অলিম্পিক গেমসে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করতে চায় আইসিসি।

[আরও পড়ুন: কপালে তিলক পরে স্কুলে হাজির পড়ুয়া, দুই সম্প্রদায়ের উত্তেজনায় উত্তপ্ত রাজস্থান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement