shono
Advertisement

শুকনো কাশি থেকে প্রায় মৃত্যুর মুখে, করোনার দিনগুলি টুইটারে বর্ণনা তরুণীর

জেনে নিন কীভাবে তরণীর দেহে ছড়িয়ে পড়েছিল প্রাণঘাতী এই ভাইরাস। The post শুকনো কাশি থেকে প্রায় মৃত্যুর মুখে, করোনার দিনগুলি টুইটারে বর্ণনা তরুণীর appeared first on Sangbad Pratidin.
Posted: 01:58 PM Mar 22, 2020Updated: 01:58 PM Mar 22, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা আতঙ্কে ক্রস্ত গোটা ভারত। প্রাণঘাতী ভাইরাসের কবল থেকে সুস্থ হয়ে যে মানুষ ফিরে আসছে না, তা নয়। এবার তেমনই একটি অভিজ্ঞতার কথা শুনল নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় বিজন্দা হালিতি নামে এক তরুণী তাঁর অভিজ্ঞতার কথা লিখেছেন সোশ্যাল মিডিয়ায়। তিনি সম্প্রতি করোনা ভাইরাসের প্রকোপ থেকে রক্ষা পেয়েছেন। সেই কথাই তিনি লিখেছেন ইন্টারনেটে।

Advertisement

২২ বছরের ওই তরুণী ইটালির বাসিন্দা। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আর পাঁচজনের মতো তাঁর শরীরেও যে করোনা ভাইরাস বসা বেঁধেছে তা তিনি প্রথমে বুঝতে পারেননি। শুকনো কাশি হয়েছিল তাঁর। তারপর ক্রমশ করোনা তার খেল দেখাতে শুরু করে। দুর্বল হয়ে পড়েন তরুণী। প্রথমদিন শুকনো কাশির পাশাপাশি হালকা কফ ও গলা ব্যথা হয় তাঁর। দ্বিতীয় দিন থেকে শুরু হয় তীব্র মাথা ব্যথা। সঙ্গে দুই চোখে অসহ্য যন্ত্রণা শুরু হয়। তৃতীয় দিন থেকে শুরু হয় জ্বর। বিছানা ছেড়ে উঠতেই পারতেন না তিনি। এই সময় তাঁর শুকনো কাশি, মাইগ্রেন, জ্বর এই সব উপসর্গই দেখা দিতে শুরু করে। এরপর তিনি চিকিৎসকের পরামর্শ নেন। অদ্ভুতভাবে চতুর্থদিন জ্বর একেবারে উধাও। শুরু হয় তীব্র শ্বাসকষ্ট। মনে হত যেন বুকে উপর কেউ পাথর চাপিয়ে দিয়েছে। এরপরই তিনি করোনা ভাইরাসের পরীক্ষা করার সিদ্ধান্ত নেন।

[ আরও পড়ুন: ‘রিমোট ওয়ার্কিং’ মানে বাইরে আড্ডাবাজি নয়, সতর্ক করছেন প্রবাসী বাঙালিরা ]

চিকিৎসকের পরামর্শে এরপর তিনি সেল্‌ফ কোয়ারেন্টাইনে চলে যান। এখন তিনি অনেকটাই সুস্থ। তাঁর আর কোনও সমস্যা নেই। আর তাই করোনা ভাইরাস নিয়ে কাউকে আতঙ্ক না ছড়িয়ে চিকিৎসকদের পরামর্শ নেওয়ার আবেদন জানিয়য়েছেন তিনি।

করোনা আতঙ্কে কাঁপছে এখন গোটা দেশ। ইতিমধ্যেই দেশে আক্রান্তের সংখ্যা ছড়িয়েছে প্রায় সাড়ে তিনশো ছুঁই ছুঁই। প্রাণঘাতী এই ভাইরাসের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন সাত জন। তাঁরা পাঞ্জাব, মহারাষ্ট্র, কর্ণাটক ও বিহারের বাসিন্দা।  এছাড়া রাজস্থানের জয়পুরে এক ইটালির পর্যটক মারা গিয়েছেন। দেশের অবস্থা বেশ সঙ্গীন। সুরক্ষিত ও সুস্থ থাকতে এই সময় বাড়িতে থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ২২ বছরের ইটালির তরুণী সেই কথাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন।

[ আরও পড়ুন: থামছে না ইটালির মৃত্যু মিছিল, একদিনে মৃত ৭৯৩ জন ]

The post শুকনো কাশি থেকে প্রায় মৃত্যুর মুখে, করোনার দিনগুলি টুইটারে বর্ণনা তরুণীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement