shono
Advertisement

Breaking News

ওষুধ নেই! মহারাষ্ট্রের সরকারি হাসপাতালে চব্বিশ ঘণ্টায় মৃত ২৪

মৃতদের মধ্যে ১২ সদ্যোজাত।
Posted: 09:33 PM Oct 02, 2023Updated: 09:33 PM Oct 02, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেই ওষুধের জোগান। মহারাষ্ট্রের সরকারি হাসপাতালে মৃত ২৪। এর মধ্যে রয়েছে ১২টি সদ্যোজাত। এই ঘটনায় রীতিমতো শোরগোল বিজেপি শাসিত রাজ্যে। সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছে বিরোধী দলগুলি।

Advertisement

জানা গিয়েছে, মাত্র চব্বিশ ঘণ্টায় মহারাষ্ট্রের নান্দের জেলায় শংকররাও চভন সরকারি হাসপাতালে মৃত্য হয়েছে ২৪ জনের। এর মধ্যে রয়েছে ১২টি সদ্যোজাত। সোমবার হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যাপ্ত ওষুধের জোগান না থাকাতেই এই বিপত্তি। হাসপাতালের ডিনের বক্তব্য, পর্যাপ্ত পরিকাঠামো নেই। ওষুধের জোগান নেই সেই অর্থে কিছুই। তবুও ৭০ থেকে ৮০ কিলোমিটারের মধ্যে এটাই হাজার হাজার মানুষের ভরসা।

এনিয়ে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সরকারকে একহাত নিয়েছে এনসিপি। দলের মুখপাত্র বিকাশ লোয়ান্ডে বলেন, “সরকারের লজ্জা হওয়া উচিত। জাঁকজমক করে উৎসবের বিজ্ঞাপন করা হচ্ছে। অথচ হাসপাতালে ওষুধ নেই। রোগীদের এভাবে প্রাণ হারাতে হচ্ছে।”

[আরও পড়ুন: অভিষেকের ‘বঞ্চনা’ তোপ, পালটা ‘দুর্নীতি’ অস্ত্রে শান অনুরাগের]

উল্লেখ্য, গত আগস্ট মাসেও এমনই ঘটনার সাক্ষী থেকেছে মহারাষ্ট্র। সেবার ২৪ ঘণ্টায় ১৭ জন রোগীর মৃত্যু হয়েছিল থানে জেলার কালওয়া এলাকার ছত্রপতি শিবাজি মহারাজ হাসপাতালে। 

[আরও পড়ুন: শিক্ষা ঘোচায় সন্ত্রাস! দিল্লিতে ধৃত ISIS জঙ্গিরা সবাই ইঞ্জিনিয়ার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement