shono
Advertisement

Breaking News

দেশের বিভিন্ন প্ল্যাটফর্মে বসছে ২,৪০০টি এটিএম

আগামী সপ্তাহ থেকেই এটিএম বসানোর কাজ শুরু হয়ে যাবে৷ The post দেশের বিভিন্ন প্ল্যাটফর্মে বসছে ২,৪০০টি এটিএম appeared first on Sangbad Pratidin.
Posted: 11:13 PM Jan 08, 2017Updated: 05:47 PM Jan 08, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের জনসংখ্যা বেশি৷ তাই নোটের চাহিদাও বেশি৷ আর সেই তুলনায় এটিএমের সংখ্যা অনেকটাই কম৷ তাছাড়া স্টেশনে এসে মানিব্যাগ হাতড়ে যদি নগদ না পাওয়া যায়, তখন যাত্রীর মাথায় হাত পড়ে৷ দেশের বেশিরভাগ ছোটখাটো স্টেশনেই কোনও এটিএমের ব্যবস্থা নেই৷ ফলে সমস্যায় পড়তে হয় যাত্রীদের৷ এবার সমাধানের পথ বাতলালেন রেলমন্ত্রী সুরেশ প্রভু৷ জানিয়ে দিলেন, দেশের বিভিন্ন প্ল্যাটফর্মে বসানো হবে মোট ২৪০০টি এটিএম মেশিন৷

Advertisement

(এবার পথ দুর্ঘটনায় আক্রান্তকে সাহায্য করলেই মিলবে ২০০০ টাকা)

ট্রেনের ভাড়া থেকে রাজস্ব আদায় না করে অন্যান্য উপায়ে রেলের আয় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রেলমন্ত্রক৷ ট্রেন ব্র্যান্ডিং, রেল রেডিও স্কিমের মতোই এবার এটিএমের মাধ্যমেও আয় করতে পারবে ভারতীয় রেল৷ রেলমন্ত্রকের এক আধিকারিক বলেন, বর্তমানে ভাড়া বাদে অন্যান্য উৎস থেকে ৫ শতাংশেরও কম আয় করে রেল৷ নন-ফেয়ার রেভিনিউ পলিসির কথা মাথায় রেখে রেল আকর্ষণীয় কিছু অফার দিয়ে আয় বাড়ানোর উদ্যোগ নিচ্ছে৷

(বেটার হাফের স্বপ্নপূরণ করলেন অশ্বিন)

আগামী সপ্তাহ থেকেই এটিএম বসানোর কাজ শুরু হয়ে যাবে৷ প্ল্যাটফর্মের সুবিধামতো যে কোনও প্রান্তে এটিএমের জন্য জায়গা করে দেওয়া হবে৷ এটিএম মেশিন বসানোর ক্ষেত্রে অনলাইন নিলামের মাধ্যমে বেছে নেওয়া হবে স্টেশনগুলিকে৷ যে ব্যাঙ্কের এটিএম বসবে, তার সঙ্গে কমপক্ষে ১০ বছরের চুক্তি থাকবে৷ এটিএমের পাশাপাশি রেল ডিসপ্লে নেটওয়ার্কের আওতায় বিভিন্ন স্টেশনে বসবে এলইডি স্ক্রিন৷ সবমিলিয়ে ভারতীয় রেলের বার্ষিক আয় বাড়াতে নতুন বছরে ঢেলে সাজানো হবে স্টেশনগুলিকে৷

The post দেশের বিভিন্ন প্ল্যাটফর্মে বসছে ২,৪০০টি এটিএম appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement