shono
Advertisement

CAA’র প্রচারে বাধা, বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ কাউন্সিলরের ছেলের বিরুদ্ধে

অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। The post CAA’র প্রচারে বাধা, বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ কাউন্সিলরের ছেলের বিরুদ্ধে appeared first on Sangbad Pratidin.
Posted: 04:20 PM Jan 21, 2020Updated: 08:07 PM Jan 21, 2020

কলহার মুখোপাধ্যায়: বিজেপি কর্মীকে মারধরের ঘটনায় এবার নাম জড়াল কাউন্সিলরের ছেলের। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে কেষ্টপুরের মিশনবাজার এলাকায়। আক্রান্তকে বাঁচাতে গেলে মহিলাদেরও মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ৩ আক্রান্ত। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও বিজেপির অভিযোগ মানতে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্ব।  

Advertisement

নাগরিকত্ব বিল আইনে পরিনত হওয়ার পর থেকেই উত্তপ্ত গোটা দেশ। আইনের বিরোধিতায় ফুঁসছে বিভিন্নপ্রান্তের মানুষ। বিভিন্ন রাজ্যে লাগাতার চলছে আন্দোলন। একইছবি দেখা গিয়েছে এরাজ্যেও। সিএএ ও এনআরসির বিরোধিতায় একের পর বাস-ট্রেন আগুন জ্বালিয়ে দিয়েছে সাধারণ মানুষ। যার জেরে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছিল জনজীবন। নতুন এই আইনের প্রতিবাদে সরব হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শান্তিপূর্ণ প্রতিবাদের ডাক দিয়ে পথে নেমেছেন তিনি। ঠিক একইভাবে নাগরিকত্ব আইনের সমর্থনে সুর চড়িয়েছে গেরুয়া শিবির। রাজ্যের বিভিন্ন প্রান্তে অভিনন্দন যাত্রার আয়োজন করছে বিজেপি। জেলাস্তরের কর্মীরাও আইনের গুরত্ব বোঝাতে একাধিক পদক্ষেপ নিচ্ছেন। প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করার পরিকল্পনাও করছে গেরুয়া শিবির। এই পরিস্থিতিতে মঙ্গলবার সকালে কেষ্টপুর এলাকায় সিএএ-এর সমর্থনে পোস্টার লাগাচ্ছিলেন এলাকারই এক বিজেপি কর্মী। সেই ঘটনাকে কেন্দ্র করেই রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা।

[আরও পড়ুন: মিলল অজানা জন্তুর পায়ের ছাপ, আতঙ্কে দিন কাটছে ফুলিয়ার এই গ্রামের]

অভিযোগ, এদিন সকালে মিশনবাজার এলাকায় পোস্টার লাগানোর সময় হঠাৎই ওই বিজেপি কর্মীর উপর চড়াও হন বিধাননগর পুরনিগমের ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শীলা মণ্ডলের ছেলে। বেধড়ক মারধর করা হয় ওই বিজেপি কর্মীকে। তাঁকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন আরও কয়েকজন। স্থানীয়দের তৎপরতায় আহত অবস্থায় ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করা হয়েছে। ঘটনার প্রতিবাদ  ও অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সিদ্ধার্থ নগর এলাকায় অবরোধে বিজেপি কর্মীরা। যদিও বিজেপির অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। তাঁদের কথায়, পরিকল্পনামাফিক তৃণমূলের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনছে বিজেপি।

[আরও পড়ুন: দলের প্রতি আনুগত্যের ‘পুরস্কার’, ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান হলেন অরুণ বন্দ্যোপাধ্যায়]

The post CAA’র প্রচারে বাধা, বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ কাউন্সিলরের ছেলের বিরুদ্ধে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement