সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছরের প্রথম দিনই মর্মান্তিক দুর্ঘটনা অন্ধ্রপ্রদেশে। তেলেগু দেশম পার্টির (TDP) প্রধান ও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর (N Chandrababu Naidu) জনসভায় পদপিষ্ট হয়ে ৩ জনের মৃত্যু হল। আহত হয়েছেন বেশ কয়েকজন। গুন্টুরে ওই জনসভা আয়োজিত হয়েছিল বলে জানা গিয়েছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, গত বুধবার নেল্লোরে আয়োজিত নাইডুর আরেক রোড শোতেও একই রকম দুর্ঘটনা ঘটেছিল। পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছিলেন ৮ জন। চারদিনের ব্যবধানে ফের একই রকম দুর্ঘটনা ঘটল চন্দ্রবাবু নাইডুর রোড শোয়। নিঃসন্দেহে পরপর দু’বার পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় অস্বস্তিতে পড়তে হল বর্ষীয়ান রাজনীতিককে।
[আরও পড়ুন: বর্ষবরণের পার্টিতে মহিলাদের সঙ্গে সেলফি তোলার চেষ্টা, যোগীরাজ্যে বিশৃঙ্খলায় গ্রেপ্তার ২]
গত বুধবারের দুর্ঘটনায় নাইডু দ্রুত রোড শো বাতিল করে দিয়েছিলেন। সঙ্গে সঙ্গে নিহতদের পরিবারকে ২৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করে জানিয়েছিলেন, ”খুবই দুঃখজনক ঘটনা। আমি এই ঘটনায় অত্যন্ত দুঃখিত।” তাঁর পাশাপাশি তাঁর দলের ১১ জন নেতা মৃতদের পরিবারকে ৯ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছিলেন।
ওই দুর্ঘটনাকে কেন্দ্র করে সমালোচনায় বিদ্ধ হয়েছিলেন চন্দ্রবাবু। শাসক ওয়াইএসআর কংগ্রেস তাঁকে কটাক্ষ করেছিল। মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি দাবি করেছিলেন, ওই দুর্ঘটনার জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রীই দায়ী। তাঁর ‘প্রচারের লোভে’র বলি হয়েছেন নিহতরা। প্রকাশ্যে তাঁকে ক্ষমা চাওয়ার দাবিও তোলেন তিনি। সেই বিতর্কের রেশ মিটতে না মিটতে নতুন মাত্রা যোগ হল বিতর্কের পারদে।