সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার থেকেই বাংলায় লোকাল ট্রেন চলাচল শুরু হয়েছে। এদিনই সামান্য বাড়ল বাংলায় দৈনিক করোনা (Corona Virus) আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে বেড়েছে করোনায় সুস্থতার হারও। কমেছে করোনায় দৈনিক মৃতের সংখ্যা।
বুধবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী, একদিনে বাংলায় করোনা সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৮৭২ জন। এদিন রাজ্যের সর্বাধিক করোনা আক্রান্তের হদিশ মিলেছে কলকাতায়। একদিনে সংক্রমিত হয়েছেন ৮৩৯ জন। এর পিছনেই রয়েছে উত্তর ২৪ পরগনা। একদিনে সংক্রমিত হয়েছেন ৮২০ জন। ২০০ জনেরও বেশি করোনা সংক্রমিত হয়েছে হুগলি, দক্ষিণ ২৪ পরগনা-সহ একাধিক জেলায়। এদিকে উত্তরবঙ্গের চিন্তা বাড়াচ্ছে দার্জিলিং (১৫১) ও জলপাইগুরি (১১৯)। এদিনে বাংলায় মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ লক্ষ ১৬ হাজার ৯৮৪ জন। তবে কমেছে চিকিৎসাধীন করোনা আক্রান্তের সংখ্যা।
[আরও পড়ুন : ‘ভিড় নিয়ন্ত্রণে আরও বেশি লোকাল ট্রেন চালান’, প্রথম দিনের পরিস্থিতি দেখে আরজি মমতার]
স্বাস্থ্য দপ্তরের বুলেটিন বলছে, বাংলায় সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩২ হাজার ৮৩৬ জন। বরং সুস্থ হয়ে উঠেছেন ৩ লক্ষ ৭৬ হাজার ৬৯৬ জন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় বাংলায় সুস্থ হয়েছে ৪ হাজার ৪৩১ জন। অর্থাৎ এ রাজ্যে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯০.৩৪ শতাংশ।
আবার এদিন সর্বাধিক মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনায়। একদিনে সেই জেলায় প্রাণ হারিয়েছেন ১৪ জন। কলকাতায় মৃত্যু হয়েছে ১২ জনের। একদিনে বাংলায় মৃত্যু হয়েছে মোট ৪৯ জনের। ফলে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৪৫২ জন। তবে গত কয়েকদিনের তুলনায় মৃত্যুহার অনেকটাই কমেছে। তবে এদিন থেকেই রাজ্যে লোকাল ট্রেন চলাচল শুরু হয়েছে। স্টেশনে বাড়ছে ভীড়। বহু জায়গায় সামাজিক দূরত্ববিধি মানা হচ্ছে না। এমন পরিস্থিতিতে রাজ্যে ফের একবার করোনা সংক্রমণ বৃদ্ধি আশঙ্কা করছে বিশেষজ্ঞরা।