shono
Advertisement

রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ৩ লক্ষের দোরগোড়ায়, আশার আলো দেখাচ্ছে সুস্থতার হার

গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছেন ৪, ১২৭ জন।
Posted: 09:13 PM Oct 25, 2020Updated: 09:13 PM Oct 25, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অত্যন্ত সামান্য হলেও গত ঘণ্টায় রাজ্যে কমেছে করোনা (Coronavirus) সংক্রমণের হার। যদিও এদিনও আক্রান্ত হয়েছেন বাংলার চার হাজারেরও বেশি মানুষ। মৃত্যু হয়েছে ৬০ জনের। এসবের মাঝে আশার আলো উর্দ্ধমুখী সুস্থতার হার। 

Advertisement

পুজোর শুরু থেকেই বেড়েছে দৈনিক সংক্রমণের হারও। প্রতিদিনই করোনা থাবা বসিয়েছে রাজ্যের চার হাজারেরও বেশি মানুষের শরীরে। যা স্বাভাবিকভাবেই যথেষ্ট উদ্বেগের। গত ২৪ ঘণ্টার পরিস্থিতিও কার্যত একই। স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান বলছে, এই একদিনে রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪, ১২৭ জন। তাঁদের মধ্যে ৯১৫ জনই উত্তর ২৪ পরগনার। অর্থাৎ সংক্রমণের নিরিখে এদিন ফের প্রথম স্থানে ওই জেলা। দ্বিতীয়ে কলকাতা। সেখানে নতুন করে সংক্রমিত ৯১০ জন। গত ২৪ ঘণ্টায় দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্ত ২৭৬ জন, হুগলিতে ২৫১ জন, হাওড়ায় ২১৭ জন। এছাড়াও অন্যান্য প্রায় সব জেলা থেকেই এদিন সংক্রমিতের হদিশ মিলেছে। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩, ৪৯, ৭০১। গত ২৪ ঘণ্টায় করোনার বলি হয়েছেন রাজ্যের ৬০ জন। তাঁদের মধ্যে ১৮ জনই উত্তর ২৪ পরগনার। অর্থাৎ মৃত্যুর নিরিখেও প্রথম স্থানেই ওই জেলা। দ্বিতীয় স্থানে তিলোত্তমা। এখনও পর্যন্ত বাংলায় মোট করোনায় মৃতের সংখ্যা ৬,৪৮৭।

[আরও পড়ুন: নভেম্বরের শুরুতেই বদলাচ্ছে রান্নার গ্যাস বুকিংয়ের নম্বর, ডেলিভারির সময় লাগবে OTP]

তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলার ৩, ৮৫৭ জন করোনা মুক্ত হয়েছেন। যাদের মধ্যে ৯৫৪ জনই কলকাতার। অর্থাৎ সুস্থতার নিরিখে প্রথমে কলকাতা। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। এখনও পর্যন্ত করোনাকে হারিয়ে হাসিমুখে ঘরে ফিরেছেন বাংলার ৩, ০৬, ১৯৭ জন। পরিসংখ্যান বলছে, এই একদিনে নমুনা পরীক্ষা হয়েছে ৪২, ৫৩৪ জনের। এখনও পর্যন্ত মোট করোনা পরীক্ষা হয়েছে ৪২, ৯৮, ৩৩৯ জনের।

[আরও পড়ুন: রাতের অন্ধকারে রামনবমীর পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগ, উত্তেজনা দুর্গাপুরে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement