অর্ণব আইচ: খাস কলকাতায় (Kolkata)বড়সড় শিশুপাচার চক্রের হদিশ। আনন্দপুর এলাকা থেকে শিশু চুরির (Child trafficking) ঘটনার তদন্তে নেমে দালালদের খোঁজ পেয়েছে পুলিশ। চারজনকে গ্রেপ্তার করে গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। জেলা এবং কলকাতা থেকে শিশু চুরি করে কলকাতার দালালচক্রের মাধ্যমে বিক্রি করা হতো বলে প্রাথমিক অনুমান তদন্তকারীদের।
পুলিশ সূত্রে খবর, এক নিঃসন্তান দম্পতি লালনপালনের জন্য শিশু সন্তানের খোঁজ করেছিলেন। তাঁরা এক সদ্যোজাত শিশুকে খুঁজেও পান। একজন এসে তাঁদের শিশুকে তুলে দেন বলে জানা গিয়েছে। শিশুকে বাড়িতে নিয়ে গেলেও সন্দেহ হয় ওই দম্পতির মনে। তাঁরা নিজেরাই খোঁজ করতে গিয়ে বুঝতে পারেন, শিশুটিকে পাচার করা হয়েছে। তা বোঝমাত্রই আনন্দপুর (Anandapur) থানার দ্বারস্থ হন দম্পতি।
[আরও পড়ুন: গর্ভবতী ৭ মাসের শিশু! অস্ত্রোপচারে মিলল ২ কেজি ওজনের ভ্রুণ, অবাক চিকিৎসকরাও]
পুলিশ তদন্তে নেমে জানতে পারে, এটি শিশু পাচার চক্রের কাজ। এদের টার্গেট মূলত ফুটপাথের শিশুরা। জেলার বিভিন্ন জায়গা থেকে ফুটপাতের শিশুদের তুলে পাচার চক্রের সদস্যরা নিয়ে আসে কলকাতায়। সেখানেই দালালের মাধ্যমে বিক্রি করা হয়। এসব তথ্য জানতে পেরে পুলিশ আনন্দপুর এলাকায় অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার (Arrest) করে। তাদের জিজ্ঞাসাবাদ করে গোটা চক্র সম্পর্কে জানার চেষ্টা করছে পুলিশ।