shono
Advertisement

Breaking News

Usti

উস্তির শুটআউট কাণ্ডে ৫ লক্ষ টাকার সুপারি! মূল অভিযুক্ত-সহ গ্রেপ্তার ৮

খুনের পর অভিযুক্তরা নিজেদের মোবাইল ফোন বন্ধ রেখে গা ঢাকা দিয়েছিল।
Published By: Suhrid DasPosted: 02:38 PM Feb 27, 2025Updated: 02:38 PM Feb 27, 2025

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: উস্তিতে শুটআউটের ঘটনার কিনারা করল পুলিশ। ব্যবসায়িক কারণে দুজনের মধ্যে গোলমাল ছিল। আর সেই থেকেই মাটি কারবারি বুদ্ধদেব হালদারকে খুনের ছক কষা হয়। মূল অভিযুক্ত খোকন খুনের জন্য পাঁচ লক্ষ টাকা সুপারিও দিয়েছিলেন। খুনের ঘটনায় পুলিশ মোট আটজনকে গ্রেপ্তার করেছে।

Advertisement

দক্ষিণ ২৪ পরগনার উস্তি থানার বাগারিয়া বাজারে ৬ ফেব্রুয়ারি রাতে শুটআউট হয়েছিল। খুন হয়েছিলেন বুদ্ধদেব হালদার নামে এক ব্যবসায়ী। সেই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। তদন্তে নেমে একাধিক সূত্র থেকে তথ্য সংগ্রহ করেন তদন্তকারীরা। সেই ভিত্তিতেই জমি কারবারির হত্যাকাণ্ডে কিনারা করা হল। খুনের জন্য দেওয়া হয়েছিল ৫ লক্ষ টাকার সুপারি। ঘটনায় গ্রেপ্তারির পাশাপাশি একাধিক আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজও উদ্ধারও হয়েছে।

বৃহস্পতিবার এই বিষয়ে সাংবাদিক বৈঠক করেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) মিতুনকুমার দে। তিনি বলেন, "এই গোটা ঘটনায় মূল অভিযুক্ত খোকন। পাঁচ লক্ষ টাকা সুপারি দিয়ে ওই মাটি কারবারিকে খুনের বরাত দিয়েছিল সে। নিখুঁত পরিকল্পনা করে বুদ্ধদেব হালদারকে খুন করা হয়। তারপর প্রত্যেকেই গা ঢাকা দেয়।" খুনের পর থেকেই তাদের ফোন বন্ধ ছিল। অভিযুক্তদের ধরতে এবার স্থানীয় সোর্সের উপরই ভরসা করতে হয়েছে পুলিশকে। বিভিন্ন জায়গা থেকে তথ্য, খোঁজখবর নেওয়া চলতে থাকে। অভিযুক্তদের একে একে সন্ধান পাওয়া যায়। সেই সূত্র ধরেই তাঁদের গ্রেপ্তার করা হয়।

খুনের কারণ নিয়ে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, "বুদ্ধদেবের সঙ্গে খোকনের ব্যবসায়িক গোলমাল আগে থেকেই লেগেছিল। দুজনের মধ্যে মাটি ফেলা ও জমির দালালি নিয়ে ব্যাপক রেষারেষি চলছিল। সম্প্রতি এটা আরও বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়।" অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, "খোকনের মনে হয়েছিল যে তাঁকে হয়তো খুন করতে পারে বুদ্ধদেব। তার আগেই বুদ্ধদেবকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে খোকন। খোকন দেবাশীষ দত্ত নামে তার এক ভায়রাভাইয়ের সাহায্যে লোকজন জোগাড় করে এই গোটা অপারেশন চালায়।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • উস্তিতে শুটআউটের ঘটনার কিনারা করল পুলিশ।
  • ব্যবসায়িক কারণে দুজনের মধ্যে গোলমাল ছিল। আর সেই থেকেই মাটি কারবারি বুদ্ধদেব হালদারকে খুনের ছক কষা হয়।
  • মূল অভিযুক্ত খোকন খুনের জন্য পাঁচ লক্ষ টাকা সুপারিও দিয়েছিলেন।
Advertisement