সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপিশাসিত মধ্যপ্রদেশের জঙ্গলে টাকার পাহাড়! ভোপালে একটি জঙ্গলে হানা দিয়ে একটি পরিত্যক্ত গাড়ির ভিতর থেকে ৫২ কেজি সোনা ও ১০ কোটি টাকা উদ্ধার করল পুলিশ ও আয়কর বিভাগ। উদ্ধার হওয়া সোনার বাজারমূল্য ৪২ কোটি টাকা। জঙ্গলে কে গাড়ি ফেলে গেল? এত টাকার উৎস কী জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ও আয়কর বিভাগ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে তাঁদের কাছে গোপন সূত্রে খবর আসে মেন্ডোরির রাতিবাদ এলাকার জঙ্গলে একটি গাড়ি পড়ে আছে। খবর পেয়েই গাড়িটিতে তল্লাশি চালায় পুলিশ ও আয়কর বিভাগ। গাড়ির ভিতর থেকে সাতটি ব্যাগ উদ্ধার করে পুলিশ ও আয়কর বাহিনী। ব্যাগ খুলে তল্লাশি চালাতেই চক্ষু চড়ক গাছ আধিকারিকদের। উদ্ধার হয় বিপুল টাকা ও সোনা। পুলিশ জানিয়েছে, গাড়িটি ভোপালের বাসিন্দা চেতন সিংয়ের নামে নথিভুক্ত। তিনি আগে গোয়ালিয়রে থাকতেন বলে জানা গিয়েছে। গাড়িটি ওখানে এল কী করে? তদন্ত চালাচ্ছে পুলিশ।
সূত্রের খবর, বাজেয়াপ্ত গাড়িটির মালিক প্রভাবশালী। তাহলে কী তাঁর সঙ্গে বিজেপি যোগ রয়েছে? এমনইটাই জল্পনা বিভিন্ন মহলে। এছাড়াও বেশ কয়েকদিন ধরে ভোপালের বিভিন্ন জায়গায় হানা দিচ্ছে আয়কর বিভাগ ও পুলিশ। কয়েকদিন আগে একটি ইমারত সংস্থার বিভিন্ন অফিসেও হানা দেয়। আয়কর বিভাগের হাত থেকে বাঁচতে টাকা ও সোনাগুলি ফেলে যাওয়া হয়েছে কি না সেই উঠছে সেই প্রশ্নও।