অর্ণব আইচ: শিক্ষক নিয়োগ দুর্নীতি ইস্যুতে তোলপাড় গোটা রাজ্য। তারই মাঝে বাড়ছে সিবিআইয়ের সিটের আধিকারিকের সংখ্যা। কলকাতার সিবিআই দপ্তরে পাঠানো হচ্ছে সাতজন আধিকারিককে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন তাঁরা। ওই আধিকারিকদের মধ্যে রয়েছেন একজন এসপি, তিনজন ডিএসপি, দু’জন ইন্সস্পেক্টর, একজন সাব-ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক।
সিবিআই সূত্রে খবর, নয়াদিল্লি, বিশাখাপত্তনম, রাঁচি, ধানবাদ, ভুবনেশ্বর এবং ভোপালের সিবিআই দপ্তর থেকে কলকাতায় আসছেন তাঁরা। খুব শীঘ্রই নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে কাজে যোগ দেওয়ার কথা। কমপক্ষে দু’মাস কলকাতাতেই থাকবেন তাঁরা। জানা গিয়েছে, নিজাম প্যালেস থেকে নয়াদিল্লিতে একটি চিঠি পাঠান সিবিআই আধিকারিকরা। ওই চিঠিতেই উল্লেখ করা হয়েছিল নিয়োগ দুর্নীতির তদন্তে রোজ রোজ নতুন নতুন তথ্য সামনে এসেছে। তার তদন্তে আধিকারিকের সংখ্যা বৃদ্ধির প্রয়োজনীয়তা রয়েছে। সে কারণে সিটের সদস্য সংখ্যা বাড়ছে বলেই খবর।
[আরও পড়ুন: বাইক ও ডাম্পারের ধাক্কায় ২ বিজেপি নেতার মৃত্যু, নিছক দুর্ঘটনা মানতে নারাজ পদ্মশিবির]
গত বছর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের ভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাঁধে তুলে দেয় কলকাতা হাই কোর্ট। তারপরই সামনে আসে একের পর এক দুর্নীতির কথা। গ্রেপ্তার হন পার্থ চট্টোপাধ্যায়ের মতো একাধিক নেতা-মন্ত্রী। তবে সিবিআইয়ের তদন্তে মাঝেমধ্যে উষ্মাপ্রকাশ করতে দেখা গিয়েছে আদালতকে। তদন্তের গতি নিয়ে প্রশ্ন উঠেছে। তদন্তের গতি বাড়াতেই সাত আধিকারিককে কলকাতায় পাঠানো হচ্ছে বলেই মনে করা হচ্ছে।