সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃতীয় ঢেউ আছড়ে পড়ার ভয় নিয়ে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা চালাচ্ছে বঙ্গবাসী। এর মাঝে কোনওদিন করোনা (Coronavirus) দৈনিক সংক্রমণ অনেকটা কমছে তো পরের দিনই ফের চড়ছে সংক্রমণের গ্রাফ। যেমন সোমবার অনেকটা কমে গিয়েছিল দৈনিক সংক্রমণ। কিন্তু মঙ্গলবার ফের এক লাফে অনেকটাই বাড়ল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। তবে কমেছে মৃত্যু।
মঙ্গলবার সন্ধেয় স্বাস্থ্যদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৭২৯ জন। যার মধ্যে সর্বাধিক আক্রান্তের হদিশ মিলেছে উত্তর ২৪ পরগনায় (৮৯)। দৈনিক আক্রান্তের নিরিখে দ্বিতীয় স্থানে উঠে এসেছে জলপাইগুড়ি (৭৮)। কলকাতায় একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৫৯ জন। সবমিলিয়ে এদিন রাজ্যের মোট কোভিড (COVID-19) আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লক্ষ ৩০ হাজার ২৪ জন। তবে স্বস্তি দিয়ে কমেছে সংক্রমণের হার (১.৬৭ শতাংশ)।
[আরও পড়ুন: শস্য বিমায় নাম নথিভুক্তকরণের দিন বেঁধে দিল নবান্ন, জেনে নিন শেষ তারিখ কবে]
তবে রাজ্য প্রশাসন এবং স্বাস্থ্যদপ্তরকে দেওয়া তথ্য অনুযায়ী ঊর্ধ্বমুখী সুস্থতা। করোনা ভাইরাসের সঙ্গে লড়াইয়ে আশার আলো দেখাচ্ছেন কোভিডজয়ীরাই। গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনামুক্ত হয়েছেন ৭৫৬ জন। ফলে এ রাজ্যের মোট করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লক্ষ ১ হাজার ৮৭ জন। সুস্থতার হার ৯৮.১১ শতাংশ। কমেছে সক্রিয় বা অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা। এদিন রাজ্যের চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ১০ হাজা ৭৬৭ জন।
সোমবারের তুলনায় রাজ্যে মৃত্যু কমেছে কিছুটা। গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছিল। মৃত্যুর নিরিখে রাজ্যে শীর্ষে রয়েছে দার্জিলিং (৩)। ২ জন নদিয়া, ২ জন হাওড়া, ১ জন পূর্ব বর্ধমান ও ১ জন হুগলির বাসিন্দা। ফলে এ রাজ্যে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৮ হাজার ১৭০ জন। মৃত্যুহার দাঁড়িয়েছে ১.১৯ শতাংশ। রাজ্য স্বাস্থ্যদপ্তরের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৪৩ হাজার ৫৩২ জনের।