shono
Advertisement

পক্ষে দেশের ৮০ শতাংশই! সমীক্ষায় ‘মোদিময়’ ভারত

সমীক্ষায় দেখা গেল, অধিকাংশ ভারতীয়ই পুতিনকে সমর্থন করছেন।
Posted: 01:10 PM Aug 30, 2023Updated: 01:10 PM Aug 30, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতি ১০ ভারতীয়র মধ্যে ৮ জনই পছন্দ করেন মোদিকে। পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক এক রিপোর্টে উঠে এসেছে এমনই এক সমীক্ষার কথা। সামনের বছরই লোকসভা নির্বাচন। তার ঠিক আগেই প্রকাশ্যে এল এমন এক সমীক্ষার ফলাফল।

Advertisement

ঠিক কী জানা যাচ্ছে এই সমীক্ষা থেকে? দেখা গিয়েছে, দেশের ৫৫ শতাংশ মানুষ মোদিকে অত্যন্ত পছন্দ করেন। সব মিলিয়ে মোদিকে (PM Modi) পছন্দ করেন ৮০ শতাংশ। সেখানে তাঁর প্রতি নেতিবাচক মনোভাব রয়েছে ২০ শতাংশের। পাশাপাশি রিপোর্টে আরও বলা হয়েছে, যাঁরা এনডিএ সমর্থক, তাঁদের মতে বিশ্বমঞ্চে ভারতের অবস্থান ক্রমেই শক্তিশালী হচ্ছে। দেখা গিয়েছে প্রতি দশ জনে ৭ জন তা মনে করেন। অন্যদিকে বাকিরা মনে করেন উলটোটা। অর্থাৎ আগের থেকে দুর্বল হয়ে গিয়েছে দেশ।

[আরও পড়ুন: আকসাই চিনে সুড়ঙ্গ তৈরি করছে লালফৌজ! নয়া ছবি ঘিরে চাঞ্চল্য]

এদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহেও অধিকাংশ ভারতীয়ই কিন্তু পুতিনকে সমর্থন করছেন। সব মিলিয়ে এবছর যে ২৪টি দেশের নাগরিকদের উপর এই সংক্রান্ত সমীক্ষা চালানো হয়েছে,তাদের মধ্যে একমাত্র ভারতীয়রাই রাশিয়ার প্রতি সমর্থন জানিয়েছেন। ৫৭ শতাংশ ভারতীয়রাই রয়েছেন মস্কোর পাশে। প্রসঙ্গত, গত ২৫ মার্চ থেকে ১১ মে সময়কালের মধ্যে ২ হাজার ৬১১ জনের মধ্যে সমীক্ষা করে এই রিপোর্ট তৈরি করা হয়েছে।

[আরও পড়ুন: ‘আগেই বলেছি, লাদাখ নিয়ে মিথ্যে বলছেন মোদি’, চিনা ম্যাপ বিতর্কে তোপ রাহুলের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement