shono
Advertisement

Breaking News

৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, ধৃত ২৫ বছরের দিনমজুর

ঘটনার সময় বাড়িতে একাই ছিলেন ওই বৃদ্ধা৷ The post ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, ধৃত ২৫ বছরের দিনমজুর appeared first on Sangbad Pratidin.
Posted: 08:56 PM Dec 13, 2016Updated: 03:26 PM Dec 13, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৮০ বছরের এক অশীতিপর বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হল বছরে ২৫-এর এক দিনমজুরকে৷ মঙ্গলবার নৈনিতালে এমন ঘটনায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য৷ স্থানীয় বাসিন্দা ওই দিনমজুরের এমন কীর্তিতে রীতিমতো হতবাক প্রত্যেকে৷

Advertisement

পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে মদ্যপ অবস্থায় ওই দুর্বৃত্ত ওই বৃদ্ধার বাড়িতে চড়াও হয় এবং তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ৷ ঘটনার সময় বাড়িতে একাই ছিলেন ওই বৃদ্ধা৷ এরপর নিজের নাতিকে এই ঘটনার বিষয়ে জানান নির্যাতিতা বৃদ্ধা৷ তারপরই তাঁর নাতি প্রতিবেশীদের খবর দেন৷ পুলিশ এসে অভিযুক্তকে তার বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে যায়৷ অতিরিক্ত পুলিশ সুপার যশবন্ত সিং চৌহান জানিয়েছেন, মেডিক্যাল রিপোর্টে ধর্ষণের প্রমাণ মিলেছে৷ ধৃতের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু হয়েছে৷

উল্লেখ্য, চলতি বছরই মার্চ মাসে হোলির দিন পন্তনগরে তিন প্রতিবেশীর হাতে একইভাবে গণধর্ষিত হন এক ৮০ বছরের বৃদ্ধা৷ তারপর অত্যাধিক রক্তক্ষরণের ফলে মৃত্যু হয় তাঁর৷

The post ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, ধৃত ২৫ বছরের দিনমজুর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement