সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাথায় করে জ্বলন্ত উনুন নিয়ে ঘুরছে মানুষ! জ্বলে যাচ্ছে গোটা শরীর। বয়স্ক কিংবা শরীর যাদের খানিক ভারী, ঘর ছেড়ে বেরোলেই শ্বাসকষ্ট হচ্ছে। ঘটে যাচ্ছে চরম বিপদ। তাপপ্রবাহের (Heat Wave) তাণ্ডবে দেশজুড়ে ইতিমধ্যে মৃত্যু হয়েছে ৮৭ জনের। একাধিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মৃতেরা ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, রাজস্থান এবং উত্তরপ্রদেশের বাসিন্দা।
দুদিন আগেই দেশের সর্বকালীন সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড গড়েছিল দিল্লি। দেশবাসীকে চমকে দিয়ে রাজধানীর তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ৫২.৯ ডিগ্রিতে। দিল্লির রেকর্ড ভেঙেছে মহারাষ্ট্র। সংবাদ মাধ্যম সূত্রে খবর, গত ৩০ মে অর্থাৎ বৃহস্পতিবার নাগপুরের তাপমাত্রা পৌঁছয় ৫৬ ডিগ্রি সেলসিয়াসে। বলার অপেক্ষা রাখে না, দেশের ইতিহাসে এটাই এখনও পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা। পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রা থেকে মাত্র ০.৭ ডিগ্রি কম। এই পরিস্থিতিতে গরমের বলি হচ্ছে অসংখ্য মানুষ। গত ২৪ ঘণ্টায় ৪৫ জনের মৃত্যু হয়েছে। এক দিনে পশ্চিম ওড়িশায় ১৯ জনের মৃত্যু বয়েছে। উত্তরপ্রদেশে মৃত্যু হয়েছে ১৬ জনের। পাঁচ জনের মৃত্যু হয়েছে বিহারে। চার জনের মৃত্যু হয়েছে রাজস্থানে এবং পঞ্জাবে তাপপ্রবাহের জেরে মারা গিয়েছেন এক জন।
[আরও পড়ুন: ‘তিনশো পার করবে ইন্ডিয়া’, হুইলচেয়ারে ভোট দিয়ে হুঙ্কার তেজস্বীর]
রাজ্যগুলির মধ্যে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি ওড়িশায়। বৃহস্পতি এবং শুক্রবারে ওড়িশায় মৃত্যু হয়েছে ১৯ জনের। ফলে গত ৪৮ ঘণ্টায় এই রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৯। অন্যদিকে উত্তরপ্রদেশে উদ্বেগ বাড়িয়েছে ভোটকর্মীদের মৃত্যু। সেখানে মৃত ১৬ জনের মধ্যে ১১ জনই ভোটকর্মী। তাঁদের মধ্যে পাঁচ জন হোমগার্ড। বিহারে মৃত ১৬ জনের মধ্যে বেশ কয়েক জন ভোটকর্মী। জানা গিয়েছে, শুধু নির্বাচনের কাজই নয়, তীব্র গরমে বিহারে সাধারণ জনজীবনও বিপর্যস্ত। ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, রাজস্থান কিংবা উত্তরপ্রদেশ... সবখানেই তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি। সঙ্গে বইছে বিপজ্জনক তাপপ্রবাহ।