shono
Advertisement

Breaking News

পুজোর আগে বড়বাজার থেকে উদ্ধার ৮৫০ কেজি নিষিদ্ধ বাজি, গ্রেপ্তার ২

ঘটনার সঙ্গে জড়িত বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
Posted: 01:36 PM Sep 21, 2023Updated: 01:36 PM Sep 21, 2023

নিরুফা খাতুন: পুজোর (Durga Puja 2023) আগে বড়বাজার এলাকা থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করল পুলিশ। চম্পাহাটি থেকে মালবাহী গাড়ি করে বড়বাজারে ওই বাজি নিয়ে আসা হয়েছিল বলে খবর। গোপন সূত্রে খবর পেয়ে লালবাজারের গুণ্ডা দমন শাখার গোয়েন্দারা হানা দিয়ে উদ্ধার করে নিষিদ্ধ বাজি।

Advertisement

গত কয়েকমাসে রাজ্যে একাধিক বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ হয়েছে। প্রাণ গিয়েছে অনেকের। সেই ঘটনার পরই বেআইনি বাজি কারখানা বন্ধ করতে তৎপর রাজ্য। জেলায় জেলায় চলছে পুলিশি তল্লাশি। এই পরিস্থিতিতে গোপন সূত্র মারফত লালবাজারের গুণ্ডা দমন শাখার গোয়েন্দারা জানতে পারেন বড়বাজারে মজুত করা হচ্ছে প্রচুর পরিমাণ নিষিদ্ধ বাজি।

[আরও পড়ুন: বিয়ের জন্য চাপ দেওয়ায় খুন! মন্দারমণিতে তরুণীর দেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার প্রেমিক-সহ ২]

সেই খবরের ভিত্তিতেই বড়বাজারে তল্লাশি চালায় লালবাজারের গুণ্ডা দমন শাখার গোয়েন্দারা। সেখান থেকে প্রচুর পরিমাণ বাজি উদ্ধার করে তাঁরা। বাপ্পা মুখোপাধ‌্যায় ও রঞ্জিত মিত্র নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, প্রায় ৮৫০ কেজি নিষিদ্ধ বাজি চম্পাহাটি থেকে নিয়ে আসা হয়েছিল। এদিন ধৃতদের আদালতে তোলা হলে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজত দেন বিচারক।

[আরও পড়ুন: পুরুলিয়া-রানাঘাট ডাকাতি: গরাদের পিছনে বসে লুটের ছক! জেলে গিয়ে মাস্টারমাইন্ডকে জেরা করবে SIT]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement