সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জেশপ অগ্নিকাণ্ডে অন্তর্ঘাতের আশঙ্কা আগেই করা হয়েছিল৷ দাহ্য পদার্থ এমনকী বিদ্যুৎ সংযোগ না থাকার পরও কীভাবে বন্ধ কারখানায় আগুন লাগল, তা নিয়ে ধন্দ দেখা দিয়েছিল৷ মঙ্গলবার সিআইডির হাতে ঘটনার তদন্তভার দেয় সরকার৷ এরপরই কারখানার যন্ত্রাংশ চুরির অভিযোগে গ্রেফতার করা হল ৯ জনকে৷
সূত্রের খবর, জেপশের বন্ধ কারখানায় রীতিমতো যাতায়াত ছিল কিছু মানুষের৷ পুজোর সময় পুলিশি প্রহরা থাকলেও, পুজোর পর তা উঠে যায়৷ এরপরই জেশপের ২৮ নম্বর গেটের কাছে আগুন লাগে৷ তদন্তে নেমে কারখানার ভিতরে পাওয়া বিভিন্ন নমুনা থেকে ভিতরে মানুষের যাতায়াতের ব্যাপারে নিশ্চিত হন গোয়েন্দারা৷ জানা যাচ্ছে, কারখানার বিভিন্ন যন্ত্রপাতি কেটে কেটে চুরি করা হয়েছে৷ এই অভিযোগে প্রথমেই ৯ জনকে গ্রেফতার করা হল৷ ৬ জনের বিরুদ্ধে কারখানার যন্ত্রাংশ চুরি, বাকি তিনজনের বিরুদ্ধে ওই যন্ত্রাংশ রাখার অভিযোগে গ্রেফতার করা হয়েছে৷ সিআইডির আনুমান, এই চক্রের সঙ্গে যুক্ত কারখানা কর্তৃপক্ষর একাংশ৷ ধৃতদের জিজ্ঞাসাবাদ করেই মূলচক্রীদের সন্ধান পাওয়া যাবে বলে মনে করছে তদন্তকারী দল৷
The post জেশপ অগ্নিকাণ্ডে ৯ জনকে গ্রেফতার করল সিআইডি appeared first on Sangbad Pratidin.