shono
Advertisement

৯৩ বছরে করোনা জয়, হাততালি দিয়ে অভিনন্দন জানিয়ে বৃদ্ধকে ঘরে ফেরালেন প্রতিবেশীরা

কলকাতা মেডিক্যাল কলেজে ভরতি ছিলেন বিমল রায় নাম বিজেপির এই প্রবীণ কর্মী। The post ৯৩ বছরে করোনা জয়, হাততালি দিয়ে অভিনন্দন জানিয়ে বৃদ্ধকে ঘরে ফেরালেন প্রতিবেশীরা appeared first on Sangbad Pratidin.
Posted: 07:43 PM Jul 25, 2020Updated: 07:43 PM Jul 25, 2020

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: মারণ ভাইরাস থাবা বসিয়েছিল বছর ৯৩-এর বিমল রায়ের শরীরে। কিন্তু বিজেপির প্রবীণ কর্মীর মনোবলের কাছে হার মানল অদৃশ্য ভাইরাসও। রবিবারই সুস্থ হয়ে ঘরে ফিরলেন তিনি।

Advertisement

উল্টোডাঙ্গার বিপ্লবী বারীন ঘোষ সরণিতে বাস বিজেপি (BJP) রাজ্য দপ্তরের ওই প্রবীণ কর্মী বিমল রায়ের। বেশ কিছুদিন আগে বার্ধক্যজনিত অসুখের চিকিৎসার জন্য উত্তর কলকাতার একটি হাসপাতালে ভরতি হয়েছিলেন তিনি। এরপর তাঁর শরীরে করোনার একাধিক উপসর্গ দেখা দেয়। সন্দেহ দানা বাঁধতেই নমুনা পাঠানো হয় পরীক্ষার জন্য। রিপোর্ট পজিটিভ আসতেই চিকিৎসার জন্য তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছিল। দীর্ঘদিন মেডিক্যাল কলেজের গ্রিন বিল্ডিংয়ের চার তলায় চিকিৎসা চলেছে তাঁর। অবশেষে মারণ ভাইরাসের সঙ্গে অদৃশ্য লড়াইয়ে জয়ী হয়েছেন বিমলবাবু।

[আরও পড়ুন: মা ও তার প্রেমিকই খুন করেছে বাবাকে! মৃতের মেয়ের বয়ানে খড়গপুরে যুবক মৃত্যুর রহস্যভেদ]

রবিবারই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি। এদিন ভাইপোর হাত ধরে বিমলবাবু এলাকায় ঢুকতেই হাততালি দিয়ে তাঁকে স্বাগত জানান স্থানীয়রা। ঘরে ফিরে কোভিডজয়ী বৃদ্ধ বলেন, “মনের জোর থাকলে সব কিছুই জয় করা যায়।” প্রসঙ্গত, শরীরে ছোবল বসিয়েছে নোভেল করোনা ভাইরাস, একথা জানার পরও প্রানবন্ত ছিলেন ওই বৃদ্ধ। সম্প্রতি তাঁর ওয়ার্ডের চিকিৎসক, নার্স, অন্যান্য কর্মী ও রোগীদের মিষ্টি খাইয়ে জন্মদিনও পালন করেছিলেন। উল্লেখ্য, জন্মলগ্ন থেকেই প্রতিদিন নিয়ম করে আসেন বিজেপির রাজ্য দপ্তরে আসতেন বিমলবাবু। সেখানে তাঁর বসার নির্দিষ্ট জায়গাও রয়েছে। বিজেপির রাজ্য থেকে কেন্দ্রীয় নেতা, সকলের প্রিয় মানুষ এই বৃদ্ধ।

[আরও পড়ুন: করোনা কালেও পুরোদমে কাজ, ৫১টি ইঞ্জিন তৈরি করে নজির চিত্তরঞ্জন রেল কারখানার]

The post ৯৩ বছরে করোনা জয়, হাততালি দিয়ে অভিনন্দন জানিয়ে বৃদ্ধকে ঘরে ফেরালেন প্রতিবেশীরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement