shono
Advertisement

বাতিল নোটের ৯৭ শতাংশই জমা পড়েছে ব্যাঙ্কে!

সব বাতিল টাকা যদি ব্যাঙ্কে ফিরে আসে, তবে কালো টাকা কোথায়? The post বাতিল নোটের ৯৭ শতাংশই জমা পড়েছে ব্যাঙ্কে! appeared first on Sangbad Pratidin.
Posted: 08:32 PM Jan 05, 2017Updated: 03:19 PM Jan 05, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বছর ৮ নভেম্বর নোট বাতিল ঘোষণা হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন স্থানে উদ্ধার হয়েছে কোটি কোটি কালো টাকা৷ এর পাশাপাশি সাধারণ মানুষও নিজেদের কাছে গচ্ছিত টাকা জমা দিয়েছেন ব্যাঙ্কে৷ আর এরপরই ব্যাঙ্কে জমা হয়েছে মোট ১৫.৪ লক্ষ কোটি টাকা৷একটি বিদেশি সংবাদ সংস্থা সূত্রে এই খবর পাওয়া গিয়েছে৷

Advertisement

সংবাদসংস্থা সূত্রে খবর, গত ১৪ ডিসেম্বর পর্যন্ত রিজার্ভ ব্যাঙ্কে জমা পড়েছিল ১২.৪৪ লক্ষ কোটি টাকা৷ আরবিআইয়ের তরফ থেকেই এই কথা জানানো হয়েছিল৷ জানা গিয়েছে নোট বাতিলের পর থেকে প্রায় ৯৭ শতাংশ বাতিল নোটই ফিরে এসেছে ব্যাঙ্কে৷  আর এই ঘটনাকে কেন্দ্র করেই মোদির নোট বাতিলের সিদ্ধান্ত নিয়ে উঠছে প্রশ্ন৷ দেশে বিপুল পরিমাণে কালো টাকা মজুত ছিল বলেই নোট বাতিলের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন প্রধানমন্ত্রী৷ কিন্তু যদি বাতিল নোটের বেশিরভাগ ব্যাঙ্কে ফিরেই আসে, তবে  কালো টাকার অস্তিত্ব নিয়েই প্রশ্ন ওঠে৷ অথচ কালো টাকা যে ছিল না তা নয়৷ তাহলে সেই টাকা কোথায় গেল? তা কি সাদা হয়েই ব্যাঙ্কে ফিরল, এ প্রশ্নও উঠছে বিভিন্ন মহলে৷ নোট বাতিলের মতো এতবড় সিদ্ধান্তেও কালো টাকার রমরমা আদৌ রোখা গেল কেন তা নিয়েই ধন্দ দেখা দিচ্ছে এই তথ্যে৷

একদিকে নোট বাতিলকে কেন্দ্র করে দেশের বিরোধী দলগুলি প্রধানমন্ত্রীর বিরোধিতায় সোচ্চার হয়েছে৷ সেখানে এই পরিমাণ বাতিল নোট ব্যাঙ্কে জমা পড়ায় বিরোধীরা যে মোদি বিরোধিতার নতুন ইস্যু খুঁজে পাবেন তা আর বলার অপেক্ষা রাখে না৷ যদিও আরবিআইয়ে ১৫ লক্ষ কোটি টাকা জমা পড়েছে কিনা তা কেন্দ্রের তরফে এখনও স্পষ্টভাবে জানানো হয়নি৷

The post বাতিল নোটের ৯৭ শতাংশই জমা পড়েছে ব্যাঙ্কে! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement