shono
Advertisement

একুশের পথেই ‘একুশি’, শহিদ দিবসে যোগ দিতে আসার পথেই কন্যা প্রসব মহিলার

বর্ধমান থেকে আসার পথে বাসে প্রসবযন্ত্রণা, টবিন রোডের কাছে মেয়ের জন্ম৷ The post একুশের পথেই ‘একুশি’, শহিদ দিবসে যোগ দিতে আসার পথেই কন্যা প্রসব মহিলার appeared first on Sangbad Pratidin.
Posted: 05:36 PM Jul 21, 2019Updated: 07:52 PM Jul 21, 2019

আকাশনীল ভট্টাচার্য, বারাকপুর: দিনটা একটু আলাদা৷ কী রাজ্যবাসীর কাছে, কী বর্ধমানের সরকার পরিবারের কাছে৷ সব পথ এসে মিলেছে রাজপথে৷ আর সেই পথের মাঝেই অন্যরকম ঘটনার সাক্ষী রইল শহর কলকাতা৷ একুশের সমাবেশে যোগ দিতে এ শহরে পা রাখতেই বর্ধমানের রেখার কোল আলো করে এল এক মেয়ে৷ একুশের শহিদ দিবসের সঙ্গে সামঞ্জস্য রেখে তাঁরা মেয়ের নাম রাখলেন – একুশি৷

Advertisement

[আরও পড়ুন: ‘কেন্দ্রীয় হারে বেতন চাইলে, কেন্দ্রের চাকরি করুন’, প্রাথমিক শিক্ষকদের বার্তা মমতার]

বরাবর বর্ধমানের অধীর সরকার এবং স্ত্রী রেখা তৃণমূলের সমর্থক৷ স্থানীয় বিভিন্ন দলীয় অনুষ্ঠানে তাঁদের সরাসরি অবদান, যোগ না থাকলেও পরোক্ষ একটা সমর্থন থাকেই৷ প্রতি বছর একুশে জুলাই তৃণমূলের শহিদ দিবস স্মরণে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শুনতে বর্ধমান থেকে স্বামী-স্ত্রীর কলকাতায় আসা চাই-ই চাই৷ এবছর রেখার শারীরিক অবস্থা অন্যরকম, তিনি অন্তঃসত্ত্বা৷ তা সত্ত্বেও কাছের মানুষকে সামনে থেকে দেখার, কথা শোনার ইচ্ছেটা ছাড়তে পারেননি৷ ওই অবস্থাতেই বর্ধমান থেকে কলকাতার পথে পাড়ি দিয়েছেন৷

রবিবার বর্ধমান থেকে বাসে চড়ে কলকাতায় আসছিলেন অধীর সরকার ও রেখা সরকার৷ বাসের মধ্যেই প্রসব বেদনা ওঠে রেখার৷ বরানগরের টবিন রোডের কাছে তিনি এক ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দেন৷ আর সঙ্গে সঙ্গেই মেয়ের নামকরণও করেন – একুশি৷ একুশে জুলাইয়ের সঙ্গে এভাবে মেয়ের জন্মের মুহূর্ত মিলমিশে এক হয়ে যাওয়ায় এমন এক নাম রেখেছেন অধীর-রেখা৷

[আরও পড়ুন: ‘না ডাকলেও অনুষ্ঠানে যান’, দলীয় কোন্দল মেটাতে একুশের সমাবেশে বার্তা মমতার]

ফি বছর একুশে জুলাই সমস্ত প্রতিকূলতা উপেক্ষা করেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শুনতে কলকাতায় আসেন বর্ধমানের সরকার দম্পতি৷ আর ফেরেন নতুন নতুন অভিজ্ঞতা নিয়ে৷ এবছর তাই রেখার অন্তঃসত্ত্বা হওয়ায় শহিদ সমাবেশে তাদের আসা কোনও বাধা হয়ে দাঁড়ায়নি৷ তবে এবার যা নিয়ে তাঁরা ফিরে গেলেন, সেটাই যে সুন্দরতম, তা আর বলার অপেক্ষা রাখে না৷ এলেন দুজন, আর ফিরে গেলেন এক নতুন সদস্যকে সঙ্গে নিয়ে৷    

The post একুশের পথেই ‘একুশি’, শহিদ দিবসে যোগ দিতে আসার পথেই কন্যা প্রসব মহিলার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement