সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলিশের গাড়ি ভেবে অন্য একটি লরি লক্ষ্য করে পাথর ছুঁড়লেন কাশ্মীরিরা৷ ওই পাথরের ঘায়ে মৃত্যু হল লরিচালকের৷ দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগের ঘটনা৷ নিহতের পরিবারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে৷
[আরও পড়ুন: বড় সাফল্য এসটিএফের, গ্রেপ্তার জেএমবির ভারতীয় প্রধান মহম্মদ ইজাজ]
জম্মু ও কাশ্মীর পুলিশ টুইটে জানিয়েছে, জ্রাদিপোড়া উরানহল এলাকার বাসিন্দা বছর বিয়াল্লিশের নুর মহম্মদ দার লরি নিয়ে বাড়ি ফিরছিলেন। তাঁর লরির নম্বর JK03 F 2540৷ লরিটিকে নিরাপত্তারক্ষীদের ভেবে ভুল করে কাশ্মীরি বিক্ষোভকারীরা৷ লরি লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে তারা। বিক্ষোভকারীদের ছোঁড়া পাথরে লরির কাচ ভেঙে নুরের মাথায় গিয়ে লাগে। তাতে গুরুতর জখম হন নুর মহম্মদ দার৷ জখম অবস্থায় ঘটনাস্থলের খুব কাছেই ভিজবেরা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে৷ তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে আরও একটি হাসপাতালে লরিচালককে স্থানান্তরিত করা হয়৷ বেশ কিছুক্ষণ ওই হাসপাতালের শয্যায় যমের সঙ্গে লড়াই করেন নুর৷ যদিও পরে তিনি হার মানেন৷ চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান৷
ভিজবেরা থানায় খুনের মামলা দায়ের করা হয়েছে৷ অভিযোগের ভিত্তিতে পুলিশ এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে৷
[আরও পড়ুন: OMG! পার্সেল খুলে বেরলো আস্ত গোখরো! কী হল যুবকের?]
বেশ কয়েকদিন আগে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার৷ জম্মু-কাশ্মীরে বর্তমানে বিলোপ ঘটেছে ৩৭০ ধারার৷ তাতে যদিও দ্বিধাবিভক্ত কাশ্মীরিরা৷ সমর্থন যেমন রয়েছে তেমনই আবার পালটা বিরোধিতার সুরও কম নেই৷ এ পরিস্থিতিতে অশান্তি যে হতে পারে তা আগেই আঁচ করেছিলেন প্রশাসনিক কর্তাব্যক্তিরা৷ আঁটসাঁট করা হয়েছিল নিরাপত্তা৷ বন্ধ ছিল ইন্টারনেট পরিষেবা৷ তার জেরে প্রায় তিন সপ্তাহ ধরে গোটা ভারতের থেকে বিচ্ছিন্ন জম্মু-কাশ্মীর। তারই মাঝে জারি কাশ্মীরিদের বিক্ষোভ৷
The post পুলিশের গাড়ি ভেবে অন্য লরিতে হামলা, ক্ষুব্ধ কাশ্মীরিদের পাথরের ঘায়ে মৃত্যু চালকের appeared first on Sangbad Pratidin.