shono
Advertisement

পুলিশের গাড়ি ভেবে অন্য লরিতে হামলা, ক্ষুব্ধ কাশ্মীরিদের পাথরের ঘায়ে মৃত্যু চালকের

৩৭০ ধারা বিলোপের পর থেকে বিক্ষোভ জারি রেথেছে কাশ্মীরিরা৷ The post পুলিশের গাড়ি ভেবে অন্য লরিতে হামলা, ক্ষুব্ধ কাশ্মীরিদের পাথরের ঘায়ে মৃত্যু চালকের appeared first on Sangbad Pratidin.
Posted: 03:29 PM Aug 26, 2019Updated: 03:29 PM Aug 26, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলিশের গাড়ি ভেবে অন্য একটি লরি লক্ষ্য করে পাথর ছুঁড়লেন কাশ্মীরিরা৷ ওই পাথরের ঘায়ে মৃত্যু হল লরিচালকের৷ দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগের ঘটনা৷ নিহতের পরিবারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে৷

Advertisement

[আরও পড়ুন: বড় সাফল্য এসটিএফের, গ্রেপ্তার জেএমবির ভারতীয় প্রধান মহম্মদ ইজাজ]

জম্মু ও কাশ্মীর পুলিশ টুইটে জানিয়েছে, জ্রাদিপোড়া উরানহল এলাকার বাসিন্দা বছর বিয়াল্লিশের নুর মহম্মদ দার লরি নিয়ে বাড়ি ফিরছিলেন। তাঁর লরির নম্বর JK03 F 2540৷ লরিটিকে নিরাপত্তারক্ষীদের ভেবে ভুল করে কাশ্মীরি বিক্ষোভকারীরা৷ লরি লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে তারা। বিক্ষোভকারীদের ছোঁড়া পাথরে লরির কাচ ভেঙে নুরের মাথায় গিয়ে লাগে। তাতে গুরুতর জখম হন নুর মহম্মদ দার৷ জখম অবস্থায় ঘটনাস্থলের খুব কাছেই ভিজবেরা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে৷ তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে আরও একটি হাসপাতালে লরিচালককে স্থানান্তরিত করা হয়৷ বেশ কিছুক্ষণ ওই হাসপাতালের শয্যায় যমের সঙ্গে লড়াই করেন নুর৷ যদিও পরে তিনি হার মানেন৷ চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান৷

ভিজবেরা থানায় খুনের মামলা দায়ের করা হয়েছে৷ অভিযোগের ভিত্তিতে পুলিশ এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে৷

[আরও পড়ুন: OMG! পার্সেল খুলে বেরলো আস্ত গোখরো! কী হল যুবকের?]

বেশ কয়েকদিন আগে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার৷ জম্মু-কাশ্মীরে বর্তমানে বিলোপ ঘটেছে ৩৭০ ধারার৷ তাতে যদিও দ্বিধাবিভক্ত কাশ্মীরিরা৷ সমর্থন যেমন রয়েছে তেমনই আবার পালটা বিরোধিতার সুরও কম নেই৷ এ পরিস্থিতিতে অশান্তি যে হতে পারে তা আগেই আঁচ করেছিলেন প্রশাসনিক কর্তাব্যক্তিরা৷ আঁটসাঁট করা হয়েছিল নিরাপত্তা৷ বন্ধ ছিল ইন্টারনেট পরিষেবা৷ তার জেরে প্রায় তিন সপ্তাহ ধরে গোটা ভারতের থেকে বিচ্ছিন্ন জম্মু-কাশ্মীর। তারই মাঝে জারি কাশ্মীরিদের বিক্ষোভ৷

The post পুলিশের গাড়ি ভেবে অন্য লরিতে হামলা, ক্ষুব্ধ কাশ্মীরিদের পাথরের ঘায়ে মৃত্যু চালকের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement