অরূপ বসাক, মালবাজার: এক লটারিতে ভাগ্যবদল। রাতারাতি কোটিপতি হলেন মালবাজারের এক শ্রমিক। আনন্দে আত্মহারা গোটা পরিবার। খুশি পড়শিরাও।
রবিবার রাত আটটা নাগাদ মালবাজার ব্লকের ওয়াশাবাড়ী চা বাগান সংলগ্ন তিস্তা নদীর কিনারে অবস্থিত টোটগাঁও এলাকায় খবর ছড়িয়ে পড়ে যে ওই গ্রামের কোনও বাসিন্দা লটারিতে কোটি টাকা জিতেছেন। স্বাভাবিকভাবেই হৈ চৈ শুরু হয় এলাকায়। লটারি বিজেতার খোঁজ শুরু করে সকলে। সোমবার সকালে সন্ধান মেলে লটারি বিজেতার। জানা যায়, পেশায় শ্রমিক বলবাহাদুর রাই নামে এক ব্যক্তি কোটি টাকা জিতেছেন। যদিও রবিবার রাতেই তিনি জেনে গিয়েছিলেন যে, ভাগ্য ফিরেছে। বলবাহাদুর রাই জানান, রাতে খবর পাওয়ার সারা রাত ঘুমোতে পারেননি তিনি। নিরাপত্তার খাতিরে গ্রামের কিছু যুবক তাঁকে অন্য জায়গায় নিয়ে যায়। গোটা রাত সেখানেই ছিলেন তিনি।
[আরও পড়ুন:‘নির্বাচনের আগে অনেকে দাঙ্গা লাগানোর চেষ্টা করবে’, নাম না করে বিজেপিকে খোঁচা মুখ্যমন্ত্রীর]
হঠাৎ কেন লটারি কেনা? বলবাহাদুর রাইয়ের কথায়, “আমি দৈনিক ১৭০ টাকা আয় করি। স্বপ্নেও ভাবিনি কোনওদিন কোটিপতি হয়ে যাব। এমনিতেই কী মনে হল ১৫০ টাকা দিয়ে টিকিটটা কিনেছিলাম।” এই বিপুল অর্থ কী করবেন? বলবাহাদুর জানালেন, লটারিতে প্রাপ্ত টাকার কিছু দিয়ে তিস্তা নদীর হাত থেকে কৃষি জমি রক্ষার্থে বাঁধের জালির খরচা দেবেন তিনি। কোটিপতি শ্রমিকের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।