shono
Advertisement

হাড়হিম করা ঘটনা! বিদ্যুৎগতির দূরপাল্লার ট্রেন থেকে প্লাটফর্মে ছিটকে পড়লেন যুবক, তারপর…

ট্রেনের গতি ছিল ঘণ্টায় ১১০ কিলোমিটার।
Posted: 11:34 AM Jun 21, 2023Updated: 11:53 AM Jun 21, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাখে হরি মারে কে! ঝোড়ো গতির চলন্ত ট্রেন থেকে পড়েও বেঁচে গেলেন এক যুবক। এই ঘটনা উত্তরপ্রদেশের (Uttar Pradesh)সাহজাহানপুর স্টেশনের। দূরপাল্লার ট্রেনটির সাহজাহানপুরে দাঁড়ানোর কথা ছিল না, দাঁড়ায়ওনি। কিন্তু ট্রেন যখন প্লাটফর্ম অতিক্রম করছে, তখন সেখানে হুমড়ি খেয়ে পড়েন এক যুবক। কংক্রিটের চাতালে পড়ার পর তীব্র গতির অভিঘাতে বেশ খানিকটা দূরে ছিটকে যান তিনি। ট্রেনের তলায় গড়িয়ে যেতেও যেতেও বেঁচে যান। ভয়ংকর দৃশ্যের সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Advertisement

ঘটনার সময় শাহাজাহানপুর স্টেশন অতিক্রম করছিল পাটুলিপুত্র এক্সপ্রেস। গতি ছিল ঘণ্টায় ১১০ কিলোমিটার। বিদ্যুৎগতিতে চলা সেই ট্রেন থেকে প্লাটফর্মে ছিটকে পড়েন এক যুবক। এরপর তাঁর বাঁচার কথা ছিল না। চলন্ত ট্রেন থেকে পড়ে বেশ খানিকটা দূরে ছিটকেও যান তিনি। ট্রেনের তলায় চলে যাচ্ছিলেন। কিন্ত শেষ পর্যন্ত বেঁচে যান। দৃশ্য দেখে উপস্থিত যাত্রীদের আত্মরাম খাঁচা ছাড়া হয়ে যায়।

[আরও পড়ুন: রথযাত্রার সময়ই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বারান্দা, মৃত ১, ভাইরাল দুর্ঘটনার ভিডিও]

আরপিএফ সূত্রে জানা গিয়েছে, ওই ভাবে ট্রেন থেকে পড়লেও খুব একটা চোট-আগাত লাগেনি যুবকের। তবে কীভাবে তিনি চলন্ত পাটুলিপুত্র এক্সপ্রেস থেকে পড়ে গিয়েছিলেন তা এখনও অস্পষ্ট। উল্লেখ্য, ক’দিন আগে পশ্চিমবঙ্গে ট্রেনের ধাক্কা থেকে এক ব্যক্তিকে বাঁচান একজন আরপিএফ কর্মী। তার আগে মুম্বইয়ে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে এক মহিলা বিপদ বাধান। তাঁকে সাক্ষাৎ মৃত্যু থেকে বাঁচান এক পুলিশকর্মী। দু’টি ঘটনারই সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।

[আরও পড়ুন: ছাদনাতলা থেকে তরুণীকে হিঁচড়ে নিয়ে যায় পুলিশ! ২৪ ঘণ্টা পর বিয়ের পিঁড়িতে হিন্দু-মুসলিম যুগল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement