shono
Advertisement

Breaking News

নবদ্বীপ-কৃষ্ণনগর রাজ্য সড়কে ফের দুর্ঘটনা, লরির ধাক্কায় প্রাণহানি সাইকেল আরোহীর

পরপর দুর্ঘটনায় পথ নিরাপত্তার অভাবের অভিযোগ স্থানীয়দের।
Posted: 10:23 AM Nov 29, 2021Updated: 12:36 PM Nov 29, 2021

বিপ্লবচন্দ্র দত্ত, কৃষ্ণনগর: হাঁসখালি-কৃষ্ণনগরের পর নবদ্বীপ-কৃষ্ণনগর রাজ্য সড়কেও ফের দুর্ঘটনা (Accident)। প্রাণ গেল এক সাইকেল আরোহীর। পরপর দু’দিন পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে দেপাড়ার কাছে ব্যাপক উত্তেজনা। পথ নিরাপত্তার অভাবের অভিযোগ তুলে পথ অবরোধ করেন স্থানীয়রা।

Advertisement

সোমবার সকালে কাজের জন্য সাইকেলে চেপে বাড়ি থেকে বেরোন হাজিবুল শেখ নামে এক যুবক। নবদ্বীপ-কৃষ্ণনগর রাজ্য সড়কের কোতোয়ালি থানার দেপাড়ার কাছে দ্রুত গতিতে আসা একটি লরি তাঁর সাইকেলে ধাক্কা মারে। সাইকেল থেকে ছিটকে পড়ে যান হাজিবুল শেখ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

[আরও পড়ুন: পকসো মামলায় ‘দ্রুততম’ শুনানি, মাত্র ১ দিনেই দোষীর যাবজ্জীবন সাজা ঘোষণা আদালতের]

পরপর দু’দিন দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। পথ নিরাপত্তার অভাবের অভিযোগে রাস্তা অবরোধ করা হয়। অবরোধের জেরে রাজ্য সড়কে ব্যাপক যানজট তৈরি হয়। ব্যাহত হয় যানচলাচল।

উল্লেখ্য, রবিবারই ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হয় নদিয়া। উত্তর ২৪ পরগনার বাগদা থেকে একটি মৃতদেহ নিয়ে সৎকার করতে নবদ্বীপে যাচ্ছিলেন পরিবারের সদস্যরা। রাত দেড়টা নাগাদ শববাহী গাড়িটি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি পাথরবোঝাই লরিতে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৭ জনের। জখম ৬ জনের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। এই ঘটনায় শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে টুইট করেন রাজ্যপাল জগদীপ ধনকড়। পথ নিরাপত্তা নিয়ে খোঁচাও দেন তিনি। এদিকে, কেন্দ্রের তরফে দুর্ঘটনায় নিহতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং আহতদের পরিবার পিছু ৫০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়। দুর্ঘটনায় সতেরো জনের প্রাণহানির ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় নেমেছে শোকের ছায়া। আর তার রেশ কাটতে না কাটতেই ফের নবদ্বীপ-কৃষ্ণনগর রাজ্য সড়কে দুর্ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা।

[আরও পড়ুন: সাইকেল চালিয়েই হাসপাতালে অন্তঃসত্ত্বা! ফুটফুটে সন্তানের মা হলেন নিউজিল্যান্ডের সাংসদ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার