shono
Advertisement

Breaking News

রাতারাতি ভাগ্য বদল! লটারি কেটে কোটিপতি বনগাঁর দিনমজুর

আনন্দে আত্মহারা পরিবার।
Posted: 11:46 AM Jan 08, 2021Updated: 11:46 AM Jan 08, 2021

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: চারজনের সংসার সামলাতে রীতিমতো নাজেহাল দশা। তা সত্ত্বেও মাঝে মধ্যেই লটারির টিকিট কাটতেন পেশায় দিনমজুর গোপালনগরের (Gopalnagar) প্রদীপ সাহা। যার জেরে সংসারে অশান্তিও হত। সেই লটারিই রাতারাতি ঘুরিয়ে দিল সাহা পরিবারের ভাগ্যের চাকা।

Advertisement

উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) গোপালনগরের বাসিন্দা প্রদীপ সাহা। স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে সংসার চালাতে রীতিমতো হিমশিম খেতেন তিনি। তা সত্ত্বেও নিয়মিত লটারির টিকিট কিনতেন। ভাবতেন, যদি কিছু মেলে। তা নিয়ে প্রতিদিনই স্ত্রীর সঙ্গে অশান্তি হত। তাই মাঝে দীর্ঘদিন লটারি কাটা বন্ধ করে দেন প্রদীপ। বৃহস্পতিবার আচমকা বাড়িতে না জানিয়েই লটারির টিকিট কেটে ফেলেন তিনি। তবে স্বপ্নেও ভাবেননি যে ওই টিকিটই পালটে দেবে তাঁর জীবন।

[আরও পড়ুন:শরীরজুড়ে অজস্র আঘাত, কোচবিহারে তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য]

বেলার দিকে প্রদীপ জানতে পারেন, প্রথম পুরস্কার ১ কোটি টাকা জিতেছেন তিনি। স্বাভাবিকভাবেই আনন্দে আত্মহারা ওই দিনমজুর। খুশির জোয়ারে ভাসছেন পরিবারের সদস্যরা। এতটাকা কীভাবে ব্যবহার করবেন প্রদীপ? তিনি বলেন, “এত দিন অনেক কষ্ট করেছি। কোনওদিন ভাবিনি এরকম কিছু হতে পারে। এবার মেয়ে দুটোকে উচ্চশিক্ষিত করব। বাকি কিছু এখনও ভাবিনি।” প্রদীপবাবুর ভাইয়ের কথায়, “অনেক কষ্ট করেছে দাদা। এরকম দিন আসবে আশাই করিনি। আমরা খুশি।”

[আরও পড়ুন: বিভেদ ভুলে সাহায্য, হালিশহরে নিহত বিজেপি বুথ সভাপতির স্ত্রীকে সরকারি চাকরি মুখ্যমন্ত্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement