shono
Advertisement

হিমাচলে বৃষ্টিতে বহুতল ভেঙে মৃত ২, ধ্বংসস্তূপে আটকে বহু সেনা জওয়ান

বেশ কয়েকজন ভারতীয় সেনা ও তাঁদের পরিবারের আটকে থাকার আশঙ্কা৷ The post হিমাচলে বৃষ্টিতে বহুতল ভেঙে মৃত ২, ধ্বংসস্তূপে আটকে বহু সেনা জওয়ান appeared first on Sangbad Pratidin.
Posted: 07:46 PM Jul 14, 2019Updated: 08:13 PM Jul 14, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রবল বৃষ্টিতে বহুতলের রেস্তরাঁ ভেঙে মৃত্যু হল দু’জনের৷ ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশের সোলানে৷ ধ্বংসস্তূপে বেশ কয়েকজন ভারতীয় জওয়ান এবং তাঁদের আত্মীয়দের আটকে থাকার আশঙ্কা করা হয়েছে৷ এখনও পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি৷

Advertisement

[ আরও পড়ুন: জল থইথই বিহার, পালকি-গাড়ি ছেড়ে এভাবেই শ্বশুরবাড়ি যাত্রা নববধূর]

বেশ কয়েকজন ভারতীয় সেনা তাঁদের আত্মীয়-পরিজনদের নিয়ে উত্তরাখণ্ডে যাচ্ছিলেন৷ রাস্তায় খিদে পেয়ে যায় প্রায় সকলের৷ তাই হিমাচল প্রদেশের সোলানে রাস্তার পাশে অবস্থিত বহুতলের রেস্তরাঁয় ঢোকেন তাঁরা৷ সেখানেই চলছিল খাওয়াদাওয়া,গল্পগুজব৷ আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ওই রেস্তরাঁ৷ ভিতরে থাকা প্রত্যেকেই শিমলা থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরের রেস্তরাঁর ভগ্নস্তূপে আটকে পড়েন৷ খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল৷ রয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরাও৷ যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ৷

একে একে ১৫জন ভারতীয় সেনাকে উদ্ধার করা হয়৷ তাঁদের প্রত্যেকের অবস্থা বেশ আশঙ্কাজনক৷ ধ্বংসস্তূপে আটকে থাকা দু’জনের মৃত্যু হয়েছে৷ তবে নিহতদের পরিচয় এখনও জানা যায়নি৷  ঘটনাস্থলে ৩০জন ভারতীয় জওয়ানের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে৷ ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর৷ যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি৷

[ আরও পড়ুন: অসমে ভয়াবহ বন্যাতেও অক্ষত বিষ্ণুমূর্তি, ঐশ্বরিক ক্ষমতার কাছে হার প্রাকৃতিক বিপর্যয়ের!]

দিনকয়েক ধরে হিমাচল প্রদেশে চলছে ভারী বর্ষণ৷ রবিবার পরিস্থিতির আরও অবনতি হয়েছে৷ বিরামহীন বৃষ্টিতে ভূমিধস দেখা দিয়েছে চতুর্দিকে৷ তার জেরে এই দুর্ঘটনা বলেই অনুমান৷ চন্ডীগড়-শিমলা জাতীয় সড়কেও দেখা দিয়েছে ভূমিধস৷ গাড়ির গতি অত্যন্ত শ্লথ৷ দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলিতে ধীর গতিতে গাড়ি চালানোর পরামর্শ দিয়েছেন পুলিশকর্তারা৷

The post হিমাচলে বৃষ্টিতে বহুতল ভেঙে মৃত ২, ধ্বংসস্তূপে আটকে বহু সেনা জওয়ান appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement