সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ট্রেন ঢুকছিল প্লাটফর্মে। সেই সময় ধাক্কাধাক্কি হয়। তা থেকে বচসা। তার জেরে এক যুবককে মারধর করেন এক তরুণী এবং তাঁর স্বামী। শরীরের ভারসাম্য রাখতে পারেননি ওই যুবক। পড়ে যান ট্রেন এবং প্লাটফর্মের ফাঁকে। শেষে ট্রেনের চাকায় কাটা পড়ে মৃত্যু হয়েছে তাঁর। গোটা ঘটনা রেকর্ড হয়েছে প্লাটফর্মের সিসিটিভি ফুটেজে। অভিযুক্ত যুগলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার রাত ৯টা ১৫ নাগাদ মুম্বইয়ের (Mumbai) সিওনে স্টেশনে এই ঘটনা ঘটে। মৃত যুবকের নাম দীনেশ। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, শীতল মানে নামের তরুণী প্লাটফর্মে দাঁড়ানো অবস্থায় দীনেশের গায়ে ছাতা দিয়ে একের পর এক আঘাত করতে থাকে। এর পর শীতলের স্বামী অভিষেক চড় মারে দীনেশকে। তাতেই শারীরিক ভারসাম্য হারিয়ে চলন্ত ট্রেন এবং প্লাটফর্মের মাঝে পড়ে যান যুবক।
[আরও পড়ুন: ১৫ আগস্ট জওয়ানদের শ্রদ্ধার্ঘ্য নিয়ে বিবাদ, প্রকাশ্যে সাংসদের সঙ্গে বচসা রিভাবা জাদেজার]
ওই সময় প্লাটফর্মে থাকা যাত্রীরা দীনেশকে বাঁচানোর চেষ্টা করেন। অভিযুক্ত অভিষেকও ট্রেনটিকে দাঁড় করানোর চেষ্টা করেন। যদিও শেষ পর্যন্ত ট্রেনের গতির কারণে নিজেকে বাঁচাতে পারেননি যুবক। ট্রেনের তলায় চলে যান তিনি। মৃত্যু হয় তাঁর। দীনেশের দেহ উদ্ধার করেছে রেল পুলিশ। শুরুতে দুর্ঘটনার মামলা হলেও পরে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে শীতল এবং অভিষেককে গ্রেপ্তার করেছে রেল পুলিশ।