shono
Advertisement
Nadia

পাওনা আদায়ে ধরনা! চারদিন ধরে দেওরের দোকানের সামনে শুয়ে-বসে বউদি

ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল নদিয়ার করিমপুরে।
Published By: Tiyasha SarkarPosted: 10:23 AM Sep 28, 2024Updated: 10:27 AM Sep 28, 2024

সঞ্জিত ঘোষ, নদিয়া: ধার নিয়ে আর ফেরত দিচ্ছে না দেওর। পাওনা আদায়ে বিছানা-বালিশ নিয়ে দেওরের দোকানের সামনে ধরনায় বউদি। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল নদিয়ার করিমপুরে। টাকা না পাওয়া পর্যন্ত দোকানের সামনে থেকে সরবেন না বলে সাফ জানিয়েছেন ওই মহিলা।

Advertisement

জানা গিয়েছে, করিমপুর থানার মহিষবাথান এলাকার বাসিন্দা পিয়ালী চক্রবর্তী। তাঁর অভিযোগ, দেওর অভিজিৎ চক্রবর্তী তাঁদের থেকে ১৪ থেকে ১৫ লক্ষ টাকা ধার নিয়েছেন। ফেরতের সময় পেরিয়ে গেলেও টাকা দেননি। এমনকী টাকা চাইলেও বিভিন্ন অজুহাতে তিনি এড়িয়ে গিয়েছেন বলে অভিযোগ। ওষুধের ব্যবসায়ী দেওরের বিরুদ্ধে করিমপুর থানা ও বাজার কমিটিতে অভিযোগ জানিয়েও লাভ হয়নি। এর পরই ধরনার সিদ্ধান্ত নেন ওই মহিলা।

চারদিন ধরে দেওরের দোকানের বাইরে ধরনায় পিয়ালীদেবী। প্ল্যাকার্ড, বিছানা-বালিশ নিয়ে দোকানের সামনেই কখনও বসে, কখনও শুয়ে কাটাচ্ছেন তিনি। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল এলাকায়। নিজের অবস্থানে অনড় পিয়ালী। টাকা না পেলে সরবেন না তিনি। এই ঘটনায় অভিজিৎবাবুর কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ধার নিয়ে আর ফেরত দিচ্ছে না দেওর। পাওনা আদায়ে বিছানা-বালিশ নিয়ে দেওরের দোকানের সামনে ধরনায় বউদি।
  • ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল নদিয়ার করিমপুরে।
  • টাকা না পাওয়া পর্যন্ত দোকানের সামনে থেকে সরবেন না বলে সাফ জানিয়েছেন ওই মহিলা।
Advertisement