shono
Advertisement

বিধায়কের ভাইয়ের দাদাগিরি! গাছ পুঁততে গিয়ে বেধড়ক মার খেলেন মহিলা ফরেস্ট অফিসার

দাদাগিরির ভিডিও ইতিমধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল৷ The post বিধায়কের ভাইয়ের দাদাগিরি! গাছ পুঁততে গিয়ে বেধড়ক মার খেলেন মহিলা ফরেস্ট অফিসার appeared first on Sangbad Pratidin.
Posted: 06:45 PM Jun 30, 2019Updated: 12:40 PM Jul 01, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক মহিলা বনাধিকারিককে বেধড়ক মারধরের অভিযোগ৷ এই ঘটনার জেরে ফের প্রকাশ্যে নেতার দাদাগিরি৷ এবার অভিযোগের তির তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির বিধায়কের ভাইয়ের দিকে৷ পুলিশে অভিযোগ দায়ের হয়েছে৷ তবে সরকারি আধিকারিককে মারধরের ঘটনায় গ্রেপ্তার হয়নি কেউই৷

Advertisement

[ আরও পড়ুন: দ্বিতীয় ইনিংসের প্রথম ‘মন কি বাত’, জল সংরক্ষণেই জোর মোদির]

যত দিন যাচ্ছে ততই কমছে গাছের সংখ্যা৷ লাগাতার গাছ কাটার প্রভাব পড়েছে বাস্তুতন্ত্রে৷ তাই বনদপ্তরের উদ্যোগেই তেলেঙ্গানার শিরপুর কাগজনগর ব্লকের কোমারাম ভীম আসিফাবাদে গাছ বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়৷ কয়েক হেক্টর জমিতে গাছ লাগানোর পরিকল্পনা করা হয়েছিল৷ কিন্তু এলাকায় পৌঁছাতেই বনকর্মীরা দেখেন পরিস্থিতি একেবারেই অন্যরকম৷ গাছ বসাতে দেওয়া হবে না, এই দাবি নিয়ে বনকর্মীদের দিকে তেড়ে আসেন একদল গ্রামবাসী৷ তাঁদের নেতৃত্ব দেন তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির বিধায়কের ভাই কনেরু কৃষ্ণ৷ লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় বনদপ্তরের মহিলা আধিকারিককেও৷ বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি আয়ত্ত্বে আনেন৷

[ আরও পড়ুন: দুর্নীতি রুখতে পদক্ষেপ, দ্রুত ‘এক দেশ এক রেশন কার্ড’ চালুর উদ্যোগ মোদি সরকারের]

বিধায়কের ভাই যদিও মহিলা বনাধিকারিককে মারধরের কথা স্বীকার করে নিয়েছেন৷ তিনি বলেন,‘‘গাছ বসানোর নামে জোর করে জায়গা দখল করছিল বনদপ্তর৷ গ্রামবাসীদের সঙ্গে নিয়ে সেকথাই বলতে গিয়েছিলাম আধিকারিকদের৷ কিন্তু আচমকাই উত্তপ্ত বাক্য বিনিময়ের মাঝেই মারধর করে ফেলি৷ পরিকল্পনামাফিক কিছু করিনি৷’’ হামলায় গুরুতর চোট পেয়েছেন ওই আধিকারিক৷ বর্তমানে এক হাসপাতালে ভরতি রয়েছেন অনিতা নামে ওই আধিকারিক৷ শরীরের একাধিক জায়গায় চোট পেয়েছেন তিনি৷ এই ঘটনায় মোট ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে৷ ভারতীয় দণ্ডবিধির ৩৫৩, ৩৩২, ৩০৭, ১৪৭, ১৪৮, ১৪৯, ৪২৭ এবং ৫০৭ ধারায় মামলা রুজু করা হয়েছে৷ তবে মারধরের ঘটনায় এখনও কেউই গ্রেপ্তার হয়নি৷

The post বিধায়কের ভাইয়ের দাদাগিরি! গাছ পুঁততে গিয়ে বেধড়ক মার খেলেন মহিলা ফরেস্ট অফিসার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement