সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নির্দেশের পরই নড়েচড়ে বসল পুলিশ। একাধিক দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হল দক্ষিণ ২৪ পরগনার ফলতার দেবীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সনাতন প্রামাণিককে। বুধবার ধৃতকে তোলা হবে আদালতে।
জানা গিয়েছে, ফলতার দেবীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সনাতন প্রামাণিক। তাঁর বিরুদ্ধে প্রতারণা, মারধর-সহ একাধিক অভিযোগ রয়েছে। কিছুদিন আগে এক ইঞ্জিনিয়ার সনাতনের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে। ফলতার বাসিন্দা ওই ইঞ্জিনিয়ার অভিযোগ করেছিলেন, নিজেদের নার্সারির জমিতে মাটি ফেলার সময় ওই পঞ্চায়েত প্রধান ও তার দলবল তাঁর কাছে দু’লক্ষ টাকা দাবি করেছিলেন। না দেওয়ায় ইঞ্জিনিয়ার ও তাঁর স্ত্রীকে প্রচণ্ড মারধর করা হয়। এছাড়াও একাধিক অভিযোগ ছিল সনাতনের বিরুদ্ধে। বুধবার সকালে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
[আরও পড়ুন: বহরমপুর হত্যাকাণ্ড: জুতোয় লেগে থাকা রক্তই চিনিয়ে দিল সুশান্তকে! পুলিশ হেফাজতেও নির্বিকার ধৃত]
গ্রেপ্তারি প্রসঙ্গে এসডিপিও মিতুনকুমার দে জানিয়েছেন, সনাতন প্রামানিকের বিরুদ্ধে এক মাছ ব্যবসায়ীকে প্রতারণা এবং মারধর-সহ একাধিক অভিযোগ রয়েছে। ইঞ্জিনিয়ারকে মারধরের ঘটনায় আগেই ডায়মন্ড হারবার এসিজেএম আদালতে আত্মসমর্পণ করে আদালত থেকে জামিন নিয়েছে সনাতন। উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন প্রান্তে নানারকম অপরাধমূলক কাজে নাম জড়িয়েছে তৃণমূলের। বরাবরই কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো। রাজনৈতিক রং না দেখে শাস্তির কথা বলেছেন। একই কথা বলেছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।