shono
Advertisement

Breaking News

তিন তালাকের প্রতিবাদে থানায় নালিশ, গৃহবধূর নাক কাটল শ্বশুরবাড়ির লোকজন

আশঙ্কাজনক অবস্থায় গৃহবধূ ভরতি হাসপাতালে৷ The post তিন তালাকের প্রতিবাদে থানায় নালিশ, গৃহবধূর নাক কাটল শ্বশুরবাড়ির লোকজন appeared first on Sangbad Pratidin.
Posted: 03:19 PM Aug 08, 2019Updated: 03:19 PM Aug 08, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  মেটেনি পণের দাবি৷ তাই ফোনে স্ত্রীকে তিন তালাক দিল স্বামী৷ পুলিশের দ্বারস্থ হওয়ায় বেড়ে যায় অত্যাচারের পরিমাণ৷ স্বামীর সিদ্ধান্তের বিরোধিতা করায় গৃহবধূর নাকই কেটে দিল শ্বশুরবাড়ির লোকজন৷ নৃশংস ঘটনার সাক্ষী উত্তরপ্রদেশের সীতাপুর৷ গুরুতর জখম নির্যাতিতা স্থানীয় হাসপাতালে ভরতি৷

Advertisement

[আরও পড়ুন: দেশের মানুষের স্বার্থে পদক্ষেপ, কাশ্মীর ইস্যুতে কেন্দ্রের প্রশংসা সিকিমের মুখ্যমন্ত্রীর]

উত্তরপ্রদেশের সীতাপুরের বাসিন্দা ওই ব্যক্তির বিয়ে হয় বছরখানেক আগে৷ অভিযোগ, বিয়ের পর থেকে পণের দাবিতে স্ত্রীর উপর অত্যাচার করত সে৷ তবে বাপের বাড়ির আর্থিক অবস্থা খারাপ হওয়ায় এক পয়সাও শ্বশুরবাড়িতে দিতে পারতেন না ওই মহিলা৷ তাই বাধ্য হয়ে মারধর সহ্য করেই শ্বশুরবাড়িতে থাকতেন তিনি৷ সম্প্রতি মহিলার স্বামী কর্মসূত্রে কুয়েতে চলে যান৷ অভিযোগ, পণের টাকা নিয়ে স্ত্রীর সঙ্গে ফোনেও বচসা হত তাঁর৷ কথা কাটাকাটির মাঝে স্ত্রীকে ফোনেই তিন তালাক দেয় সে৷

এই পরিস্থিতির মুখে পড়ে কী করবেন প্রথমে বুঝতে পারেননি ওই মহিলা৷ বাপের বাড়িতে গোটা ঘটনাটি জানান তিনি৷ সদ্য তালাকপ্রাপ্ত ওই গৃহবধূর মা তাঁকে বলেন, তিন তালাক বিল পাশ হয়ে গিয়েছে রাজ্যসভায়৷ সেকথা শোনার পর থানার দ্বারস্থ হন গৃহবধূ৷ সেখানেই দায়ের করেন অভিযোগ৷ শ্বশুরবাড়ির লোকজনেরা গৃহবধূর পুলিশের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত মানতে পারেননি৷ তাই আবারও তাঁর উপর অত্যাচার শুরু হয়৷ অভিযোগ প্রত্যাহার করতে না চাইলে গৃহবধূর নাক কেটে দেওয়া হয়৷

খবর পেয়ে বাপের বাড়ির লোকজনেরা ঘটনাস্থলে যান৷ সেই সময় গৃহবধূর জামাইবাবুকেও মারধর করা হয় বলে অভিযোগ৷ রক্তাক্ত অবস্থায় দু’জনকে উদ্ধার করা হয়৷ ভরতি করা হয় স্থানীয় হাসপাতালে৷ নাক-সহ শরীরের একাধিক জায়গায় চোট পেয়েছেন ওই গৃহবধূ৷ তাঁর অবস্থা বেশ আশঙ্কাজনক৷ চিকিৎসকরা জানিয়েছেন, শুধু শারীরিকভাবেই নয়, মানসিকভাবেও ভেঙে পড়েছেন নির্যাতিতা৷

[আরও পড়ুন: ‘কাশ্মীর নিয়ে ‘ব্যাখ্যা’, আজ জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন মোদি]

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে৷ শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধেও নির্যাতনের অভিযোগ দায়ের করা হয়েছে৷ তবে ঘটনার পর থেকে এলাকা ছেড়েছে তারা৷ প্রত্যেকের খোঁজে চলছে তল্লাশি৷

The post তিন তালাকের প্রতিবাদে থানায় নালিশ, গৃহবধূর নাক কাটল শ্বশুরবাড়ির লোকজন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement