সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেটেনি পণের দাবি৷ তাই ফোনে স্ত্রীকে তিন তালাক দিল স্বামী৷ পুলিশের দ্বারস্থ হওয়ায় বেড়ে যায় অত্যাচারের পরিমাণ৷ স্বামীর সিদ্ধান্তের বিরোধিতা করায় গৃহবধূর নাকই কেটে দিল শ্বশুরবাড়ির লোকজন৷ নৃশংস ঘটনার সাক্ষী উত্তরপ্রদেশের সীতাপুর৷ গুরুতর জখম নির্যাতিতা স্থানীয় হাসপাতালে ভরতি৷
[আরও পড়ুন: দেশের মানুষের স্বার্থে পদক্ষেপ, কাশ্মীর ইস্যুতে কেন্দ্রের প্রশংসা সিকিমের মুখ্যমন্ত্রীর]
উত্তরপ্রদেশের সীতাপুরের বাসিন্দা ওই ব্যক্তির বিয়ে হয় বছরখানেক আগে৷ অভিযোগ, বিয়ের পর থেকে পণের দাবিতে স্ত্রীর উপর অত্যাচার করত সে৷ তবে বাপের বাড়ির আর্থিক অবস্থা খারাপ হওয়ায় এক পয়সাও শ্বশুরবাড়িতে দিতে পারতেন না ওই মহিলা৷ তাই বাধ্য হয়ে মারধর সহ্য করেই শ্বশুরবাড়িতে থাকতেন তিনি৷ সম্প্রতি মহিলার স্বামী কর্মসূত্রে কুয়েতে চলে যান৷ অভিযোগ, পণের টাকা নিয়ে স্ত্রীর সঙ্গে ফোনেও বচসা হত তাঁর৷ কথা কাটাকাটির মাঝে স্ত্রীকে ফোনেই তিন তালাক দেয় সে৷
এই পরিস্থিতির মুখে পড়ে কী করবেন প্রথমে বুঝতে পারেননি ওই মহিলা৷ বাপের বাড়িতে গোটা ঘটনাটি জানান তিনি৷ সদ্য তালাকপ্রাপ্ত ওই গৃহবধূর মা তাঁকে বলেন, তিন তালাক বিল পাশ হয়ে গিয়েছে রাজ্যসভায়৷ সেকথা শোনার পর থানার দ্বারস্থ হন গৃহবধূ৷ সেখানেই দায়ের করেন অভিযোগ৷ শ্বশুরবাড়ির লোকজনেরা গৃহবধূর পুলিশের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত মানতে পারেননি৷ তাই আবারও তাঁর উপর অত্যাচার শুরু হয়৷ অভিযোগ প্রত্যাহার করতে না চাইলে গৃহবধূর নাক কেটে দেওয়া হয়৷
খবর পেয়ে বাপের বাড়ির লোকজনেরা ঘটনাস্থলে যান৷ সেই সময় গৃহবধূর জামাইবাবুকেও মারধর করা হয় বলে অভিযোগ৷ রক্তাক্ত অবস্থায় দু’জনকে উদ্ধার করা হয়৷ ভরতি করা হয় স্থানীয় হাসপাতালে৷ নাক-সহ শরীরের একাধিক জায়গায় চোট পেয়েছেন ওই গৃহবধূ৷ তাঁর অবস্থা বেশ আশঙ্কাজনক৷ চিকিৎসকরা জানিয়েছেন, শুধু শারীরিকভাবেই নয়, মানসিকভাবেও ভেঙে পড়েছেন নির্যাতিতা৷
[আরও পড়ুন: ‘কাশ্মীর নিয়ে ‘ব্যাখ্যা’, আজ জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন মোদি]
পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে৷ শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধেও নির্যাতনের অভিযোগ দায়ের করা হয়েছে৷ তবে ঘটনার পর থেকে এলাকা ছেড়েছে তারা৷ প্রত্যেকের খোঁজে চলছে তল্লাশি৷
The post তিন তালাকের প্রতিবাদে থানায় নালিশ, গৃহবধূর নাক কাটল শ্বশুরবাড়ির লোকজন appeared first on Sangbad Pratidin.