রাজা দাস, বালুরঘাট: রাজনীতির এই টানাপোড়েনের মাঝে যুবক খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ দিনাজপুরের (South Dinajpur) তপন। বিজেপির অভিযোগ, তাঁদের কর্মী হওয়ার কারণেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা খুন করেছে ওই যুবককে। যদিও অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি শাসকদলের।
তপন থানার ঘটিকা নয়াপাড়ার বাসিন্দা ওই যুবকের নাম নিখিল দাস। বৃহস্পতিবার সন্ধেয় বাজারে গিয়েছিলেন তিনি। অভিযোগ, ফেরার সময় ভাই রাম দাস ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাথারি কোপায়। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি। আর্তনাদ শুনে স্থানীয়রা ছুটে গিয়ে দেখেন রাস্তায় পড়ে রয়েছেন নিখিল। এরপর তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বালুরঘাট হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হয়নি। শুক্রবার সকালে মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই যুবক। খবর পেয়ে দেহটি ময়নাতদন্তে পাঠায় পুলিশ।
[আরও পড়ুন: দলের সঙ্গে মতবিরোধের মাঝে রাজ্যপালের সঙ্গে বৈঠক বৈশালীর, তুঙ্গে তৃণমূল ছাড়ার জল্পনা]
জানা গিয়েছে, জমি নিয়ে দীর্ঘদিন ধরেই দুই ভাইয়ের মধ্যে বিবাদ চলছিল। তাই স্বাভাবিকভাবেই ঘটনাটিকে পারিবারিক বলে মনে করা হলেও ইতিমধ্যেই এতে রাজনীতির রং লেগেছে। বিজেপির তরফে দাবি করা হয়েছে, মৃত যুবক গেরুয়া শিবিরের সক্রিয় কর্মী। সেই কারণেই খুন। প্রতিবেশীদের একাংশের দাবি, পারিবারিক বিবাদ থাকলেও, দুই ভাই ভিন্ন রাজনৈতিক দলের কর্মী। তাই নিয়েও তাঁদের মধ্যে সমস্যা ছিল। পুলিশের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে। দ্রুত আসল ঘটনা সামনে আসবে।