সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঁচ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে আপ-কংগ্রেসের জোট পাকাপাকি হয়ে গেল। শনিবার সেই সমঝোতার কথা ঘোষণা করে আপ জানিয়ে দিল, ”আমাদের এই জোট বিজেপিকে হতোদ্যম করবে।”
কোন কোন রাজ্যে আসনরফা হল দুই দলের? জানা যাচ্ছে, দিল্লি (Delhi), হরিয়ানা, গুজরাট (Gujarat), চণ্ডীগড়, গোয়ায় আসনরফা হয়ে গিয়েছে আপ ও কংগ্রেসের। এদিন এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেসের সাধারণ সম্পাদক মুকুল ওয়াসনিক জানিয়েছেন, নয়াদিল্লি, পশ্চিম দিল্লি, দক্ষিণ দিল্লি, পূর্ব দিল্লিতে লড়বে আপ। চাঁদনি চক, উত্তরপূর্ব ও উত্তরপশ্চিম দিল্লিতে লড়বে হাত শিবির।
[আরও পড়ুন: শুধু মন্দিরই দেবে কর! কংগ্রেসের কর্নাটকে ‘হিন্দু বিরোধী’ বিল আটকে দিল বিজেপি]
হরিয়ানায় ৯টি লোকসভা কেন্দ্রে লড়বে কংগ্রেস (Congress)। কেবলমাত্র একটি লোকসভা কেন্দ্র কুরুক্ষেত্রে লড়বে আপ (AAP)। পাশাপাশি গুজরাটের ২৪টি আসনে লড়বে শতাব্দীপ্রাচীন দলটি। আপ লড়বে ভাবনগর ও ভারুচে। গোয়ায় দুটি লোকসভা কেন্দ্রেই লড়বে কংগ্রেস। চণ্ডীগড়েও প্রতিদ্বন্দ্বিতা করবে হাত শিবির। পাঞ্জাবের আসনরফা নিয়ে অবশ্য এদিন কোনও ঘোষণা করেনি কংগ্রেস-আপ। তবে আগে আম আদমি পার্টি ইঙ্গিত দিয়েছিল ১৩টি লোকসভা কেন্দ্রেই একা লড়বে সেখানে।
এদিনের ঘোষণার পর কংগ্রেস নেতা জানিয়েছেন, ”দেশ গুরুত্বপূর্ণ। দল নয়। এবারের লড়াই দেশের গণতন্ত্রের বিপণ্ণতার বিরুদ্ধে লড়াই।” অন্যদিকে আপ নেতা সন্দীপ পাঠক জানাচ্ছেন, ”নিজেদের মতপার্থক্যকে সরিয়ে রেখে আমরা একটা শক্তিশালী বিকল্প হয়ে উঠতে চাইছি। আমাদের জোট বিজেপিকে (BJP) হতোদ্যম করবে।”