shono
Advertisement

সংসদের বাইরে কাকের ঠোক্কর আপ নেতা রাঘব চড্ডাকে, বিজেপি বলল, ‘ঝুট বোলে…’

'আশা করি আপনি সুস্থ আছেন', কটাক্ষ আরেক বিজেপি নেতার।
Posted: 04:59 PM Jul 26, 2023Updated: 04:59 PM Jul 26, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংসদে কাকের (Crow) হামলা! বিপত্তিতে আপ (AAP) নেতা রাঘব চাড্ডা (Raghav Chadha)। বুধবার সংসদ ভবনের বাইরে পা রাখতেই রাঘবের মাথায় ঠোক্কর মারে একটি কাক। সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে সেই ছবি। এই সুযোগ হাতছাড়া করেনি প্রতিপক্ষ রাজনৈতিক শিবির। রাঘবকে কটাক্ষ করে বিজেপির (BJP টুইট, ‘ঝুট বলে কাউয়া কাটে’।

Advertisement

সংসদে বাদল অধিবেশনে অংশ নিয়েছিলেন রাঘব। এদিন যে ছবি প্রকাশ্যে এসেছে, সেখানে দেখা গিয়েছে, সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন তিনি। সেই সময় একটি কাকা রাঘবের মাথার খুব কাছে উড় আসে। পরে সেটি আপ নেতার মাথায় ঠোক্কোর মারে বলেও জানা গিয়েছে। বিজেপির সৌজন্যে কাকের এই ঠোক্করও রাজনৈতিক চর্চার বিষয় হয়ে উঠেছে।

[আরও পড়ুন: ‘ওপেনহাইমার’ নিয়ে শোরগোল! গীতপাঠের বিতর্কিত দৃশ্যকে সমর্থন মহাভারতের ‘কৃষ্ণ’ নীতিশের]

কাকের উড়ে আসা থেকে ঠোক্কর মেরে উড়ে যাওয়া পর্যন্ত তিন মুহূর্তের ছবির কোলাজ টুইট করেছে দিল্লি বিজেপি। সেখানে লেখা হয়েছে, “ঝুট বোলে কৌয়া কাটে। একথা আজ পর্যন্ত শুনেছিলাম। আজ দেখেও নিলাম যে, মিথ্যাবাদীকে ঠোক্কর মারছে কাক।” দলের পাশাপাশি বিজেপি নেতা তেজিন্দ্র পাল সিংহ বাগ্গাও আলাদা করে ব্যঙ্গ করেছেন রাঘবের কাক কাণ্ডে। লিখেছেন, “মাননীয় সাংসদ রাঘব চড্ডাজির উপর কাকের হামলার কথা জেনে আমি বেদনাহত। আশা করি আপনি সুস্থ আছেন।”

[আরও পড়ুন: ‘পা চেটে মহানায়ক?’, কটাক্ষ ধেয়ে আসতেই অঙ্কুশ বললেন, ‘আমার মতো সামান্য নায়ককে…’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement