shono
Advertisement

Abhishek Banerjee: ‘সাড়ে ৯ ঘণ্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদের ফল শূন্য, ৯০ শতাংশ প্রশ্নই বোগাস’, বিস্ফোরক অভিষেক

তৃণমূল নবজোয়ার বন্ধ করতেই তলব, দাবি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের।
Posted: 08:45 PM May 20, 2023Updated: 09:26 PM May 20, 2023

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: সাড়ে ৯ ঘণ্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদ শেষ। অবশেষে শনিবার রাত ৮টা ৪০ মিনিটে নিজাম প্যালেসের সিবিআই দপ্তর থেকে বেরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বেরিয়ে তাঁর দাবি, “জিজ্ঞাসাবাদের ফল আস্ত অশ্বডিম্ব। নির্যাস শূন্য। ৯০ শতাংশ প্রশ্নই বোগাস।”

Advertisement

নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের (Kuntal Ghosh) চিঠি মামলায় জিজ্ঞাসাবাদ করতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শনিবার তলব করেছিল সিবিআই। এদিন ১০টা ৫৮ মিনিটে নিজাম প্যালেসে ঢোকেন তিনি। এরপর দু’দফায় জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। সিবিআই সূত্রে খবর,  প্রথমে মৌখিক জিজ্ঞাসাবাদ পরে তাঁর বয়ান রেকর্ড করা হয়। যদিও গোটা জিজ্ঞাসাবাদের নির্যাস শূন্য বলে দাবি করেন তিনি। 

[আরও পড়ুন: পরা যাবে না জিন্স, টিশার্ট, লেগিংস, শিক্ষক-শিক্ষিকাদের জন্য পোশাক ‘ফতোয়া’ অসমে]

নিজাম প্যালেস থেকে বেরিয়ে অভিষেক বলেন, “যারা জিজ্ঞাসাবাদ করেছে, তাঁদেরও সময় নষ্ট, আমারও। কালকেই বলেছিলাম কোনও প্রমাণ থাকলে সামনে আনা হোক। আমি ফাঁসির মঞ্চে মৃত্যু বরণ করব।” তাঁর আরও দাবি, “গত বছর কয়লা কাণ্ডেও এই হয়েছে। এবার এসএসসি তদন্ত নিয়েও তাই হচ্ছে।” এখানেই থামেননি তিনি। তৃণমূল সাংসদের আরও সংযোজন, “প্রথম থেকে এদের টার্গেট অভিষেক। আমায় কী করে ধমকে দমিয়ে রাখা যায়। যেভাবে জনজোয়ারে মানুষ আসছে, তাতে কীভাবে মাঝখানে ভেঙে আমায় হেনস্থা করা যায়, তার জন্য ডেকে আনা হয়েছে।”

তদন্তকারীদের ইস্তফা দাবি করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর কথায়, “কত দিন ধরে এই তদন্ত চলছে। নির্যাস কী? একেবারে শূন্য। যারা তদন্ত করছে তাXদের ইস্তফা দেওয়া উচিত, নয় যাদের নির্দেশে তদন্ত হচ্ছে, তাঁদের ইস্তফা দেওয়া উচিত।” শেষে তাঁর হুঙ্কার, “দিল্লির পোষা কুকুর হয়ে থাকব না। তার থেকে রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে মাথা উঁচু করে মরা ভাল।” 

[আরও পড়ুন: কীসের ইঙ্গিত? হেলে পড়েছে রুদ্রপ্রয়াগের তুঙ্গনাথ মন্দির! কেন্দ্রকে জানাল ASI]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement