সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে দল, আরেকদিকে সংগঠন। তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে যতটা দায়িত্ব নেন, জনপ্রতিনিধি হিসেবে তার চেয়ে খানিক বেশিই কাজকর্ম করে থাকেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আর এই দুই ভূমিকায় যথাযথ সামঞ্জস্য রেখে নিজের রাজনৈতিক কর্মসূচি ঠিক করে থাকেন। এবার সংসদের অধিবেশনে যোগ দিতে রবিবার দিল্লিতে (Delhi) গিয়েছেন অভিষেক। সোমবার দ্বিতীয়ার্ধে অধিবেশনে যোগ দেবেন। তবে তার আগে দলের সমস্ত সাংসদকে নিয়ে বৈঠক করার কথা তাঁর। সংসদে কেন্দ্র বিরোধিতার রণকৌশল ঠিক হতে পারে অভিষেকের নেতৃত্বে।
চারদিন পর সোমবার সকালে সংসদে অধিবেশন শুরুতেই মুলতুবি হয়ে যায়। দুপুর ২টোর পর থেকে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন বসার কথা। অধিবেশনের দ্বিতীয়ার্ধ্বেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত থাকার কথা। তার আগে দলীয় সাংসদদের (TMC MP) নিয়ে বৈঠকে বসার কথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদের। মনে করা হচ্ছে, সংসদে বিজেপির (BJP) উপর আরও চাপ তৈরি করা যায়, সেসব নিয়ে আরও সুচারু রণকৌশল ঠিক হতে পারে।
[আরও পড়ুন: ঘুমপাড়ানি যন্ত্র এল শহরে, অনিদ্রা কাটবে মাত্র তিন দিনেই]
গত সপ্তাহে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে কলকাতায় ২ দিনের ধরনা থেকে নেতাজির স্লোগানকে সঙ্গী করে ‘দিল্লি চলো’ ডাক দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও হুঁশিয়ারি দিয়েছিলেন, প্রয়োজনে দিল্লি অবরোধ করে নিজেদের দাবি আদায় করবে দল। আর সপ্তাহ না কাটতেই দিল্লি পৌঁছে গেলেন অভিষেক। সূত্রের খবর, সোমবার থেকে তিনদিন তিনি থাকবেন সেখানে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে সংসদে সুর আরও চড়াতে প্রস্তুত তৃণমূলের সংসদীয় দল।