তারক চক্রবর্তী, শিলিগুড়ি: শিলিগুড়ির (Siliguri) সাফারি পার্কের কাছে দুর্ঘটনা। গাছে গাড়ির ধাক্কায় মৃত্যু তিনজনের। জখম ২। ইতিমধ্যেই দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, নিয়ন্ত্রণ হারানোর ফলেই এই দুর্ঘটনা।
জানা গিয়েছে, রবিবার দুপুরে সেবক থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল গাড়িটি। সাফারি পার্কের কাছে ঘটে দুর্ঘটনা। রাস্তার পাশের জঙ্গলের একটি গাছে ধাক্কা মারে গাড়িটি। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ভেঙে যায় পিছনের কাঁচ। দুমড়ে-মুচড়ে যায় গাড়ি সামনের অংশ। গাড়ি থেকে বাইরে ছিটকে পড়েন যাত্রীরা। বিষয়টা স্থানীয়দের নজরে পড়তেই তাঁরা খবর দেয় পুলিশে। এদিকে নিজেরাই শুরু করে উদ্ধার কাজ।
[আরও পড়ুন: দুর্ব্যবহার, অত্যাচারের অভিযোগ ঘিরে ধুন্ধুমার নেশামুক্তি কেন্দ্রে! কর্তৃপক্ষের সঙ্গে হাতাহাতি আবাসিকদের]
খবর পাওয়া মাত্রই পুলিশ ছুটে যায় ঘটনাস্থলে। উদ্ধার করা হয় মোট পাঁচজনকে। জানা গিয়েছে, গাড়িতে থাকা তিনজনেরই মৃত্যু হয়েছে। গুরুতর জখম ২। হাসপাতালে ভরতি করা হয়েছে তাঁদের। তবে কীভাবে এই দুর্ঘটনা, গাড়িতে কোনও যান্ত্রিক সমস্যা ছিল কি না, তা এখনও স্পষ্ট নয়। এ বিষয়ে পুলিশ কমিশনার বলেন, “একটি দুর্ঘটনা ঘটেছে। ৩ জন মারা গিয়েছেন। ২ জন জখম।” প্রসঙ্গত, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মৃতরা উত্তরবঙ্গেরই বাসিন্দা। যদিও তাঁদের কারও নাম-পরিচয় এখনও জানা যায়নি।