shono
Advertisement
Payel Mukherjee

অভিনেত্রী পায়েলের গাড়িতে ভাঙচুর, গ্রেফতার অভিযুক্ত সেনা অফিসার

শুক্রবার দক্ষিণ কলকাতার রাস্তায় এক বাইক আরোহীর হাতে আক্রান্ত হন টলিউড অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়।
Published By: Akash MisraPosted: 11:33 AM Aug 24, 2024Updated: 01:36 PM Aug 24, 2024

নিরুফা খাতুন: আর জি কর কাণ্ডে কলকাতা শহর জুড়ে প্রতিবাদী মিছিল। মিছিলে বিচার চেয়ে গর্জে উঠেছেন সেলেব থেকে সাধারণ মানুষ। শহরের এমন পরিস্থিতিতেই শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার সাদার্ন অ্য়াভিনিউয়ের রাস্তায় এক বাইক আরোহী হাতে আক্রান্ত হন টলিউড অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়।

Advertisement

পায়েলকে হেনস্থা এবং গাড়ি ভাঙার অভিযোগে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। জানা গিয়েছে, অভিযুক্ত বাইক আরোহী সেনা অফিসার। যাঁর নাম এম.আরাসান। তবে সেনা অফিসারও অভিনেত্রীর নামে পালটা অভিযোগ করেছেন, যে অভিনেত্রী পায়েল গাড়ি দিয়ে তাঁর বাইককে ধাক্কা দেন। পায়েলের বিরুদ্ধে অভিযুক্তর এমন অভিযোগ তদন্ত করে দেখছে পুলিশ।

তা ঠিক কী ঘটেছিল?
শুক্রবার সন্ধ্যায় অভিনেত্রী পায়েল ফেসবুক লাইভে এসে জানান, ''বাধ্য হয়েই ফেসবুক লাইভে এলাম। আপনারা দেখুন কী অবস্থা। এখন আমি ২৭, এ সাদার্ন অ্য়াভিনিউয়ের সামনে। কলকাতা শহরে এত প্রতিবাদ হচ্ছে, তার মধ্যেই একটি মেয়ের ন্যূনতম নিরাপত্তা নেই। ছেলের বাইকটা আমার গাড়িতে ধাক্কা দেয়। আমিই ড্রাইভ করছিলাম। ছেলেটা আমার গাড়ির কাছে এসে জানলা খুলতে বলে। শ্লীলতাহানির ভয়ে আমি স্বাভাবিকভাবেই গাড়ির জানলা খুলিনি। তারপরই ছেলেটি এসে আমার গাড়ির জানলায় ঘুঁষি মেরে কাচ ভেঙে দেয়। পুলিশ এসে আমাকে উদ্ধার করে। আমার গাড়ির ভিতর থেকে বের হতে ভয় লাগছিল।

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পায়েলকে হেনস্থা এবং গাড়ি ভাঙার অভিযোগে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।
  • আমার গাড়ির ভিতর থেকে বের হতে ভয় লাগছিল।
Advertisement