সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বইতে (Mumbai) বিমানসেবিকাকে খুনের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। শেষ পর্যন্ত পুলিশি হেফাজতেই আত্মঘাতী হলেন সেই অভিযুক্ত। জানা গিয়েছে, পুলিশের সেলের মধ্যে নিজের প্যান্ট ব্যবহার করেই তিনি আত্মঘাতী হয়েছেন। বৃহস্পতিবার জেলের মধ্যে থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। প্রসঙ্গত, গত রবিবার মুম্বইয়ের বিমানসেবিকাকে খুনের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন ওই ব্যক্তি।
গত রবিবার নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় রুপাল ওগ্রে নামে ওই বিমানসেবিকার দেহ। চলতি বছরের এপ্রিল মাস থেকে বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার প্রশিক্ষণের জন্য মুম্বইয়ের ফ্ল্যাটে থাকছিলেন রুপাল। সেই ফ্ল্যাট থেকেই গলার নলি কাটা অবস্থায় তরুণীকে উদ্ধার করে পুলিশ। দ্রুত হাসপাতালে ভরতি করা হলেও বাঁচানো যায়নি তাঁকে। তারপরেই খুনের তদন্ত করতে নেমে গ্রেপ্তার করা হয় বিক্রম আটওয়ালকে।
[আরও পড়ুন: ত্রিপুরার দুই আসনের উপনির্বাচনে ধরাশায়ী বামেরা, উত্তরপ্রদেশে যোগীকে ধাক্কা অখিলেশের]
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই মুম্বইয়ের ওই ফ্ল্যাটে কাজ করতেন বিক্রম। গত শনিবার রুপালের ফ্ল্যাটে জোর করে ঢুকেছিলেন তিনি। রুপাল একা থাকার সুযোগে তাঁকে ধর্ষণ করার চেষ্টা করেন বিক্রম। রুপাল বাধা দিতেই তাঁকে গলার নলি কেটে খুন করেন তিনি। তারপর বাথরুমে মৃতদেহ লুকিয়ে রেখে এলাকা ছেড়ে পালান বিক্রম।
তল্লাশি শুরু করতেই সিসিটিভি ফুটেজে বিক্রমের পালিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়ে। সেই সূত্র ধরেই আটক করা হয় বিক্রমকে। জেরার মুখে অপরাধ স্বীকার করে ফেলেন তিনি। তারপরেই বৃহস্পতিবার নিজের সেল থেকেই বিক্রমের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, সেলের মধ্যেই আত্মঘাতী হয়েছেন বিক্রম।