সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাহাড়চুড়োয় অভিযানে গিয়েছিলেন। তারপর গত পাঁচ মাস কোনও খোঁজ মেলেনি ব্রিটিশ অভিনেতা জুলিয়ান স্যান্ডসের। অবশেষে তাঁর কঙ্কালের খোঁজ মিলল বরফে ঢাকা শৃঙ্গে! ৬৫ বছরের এই অভিনেতা অস্কারজয়ী ছবি ‘আ রুম উইথ আ ভিউ’-তে অভিনয় করেছিলেন। তাঁর মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। তবে শিগগিরি পরীক্ষার ফল হাতে এলে তা জানা যাবে বলে জানিয়েছেন সান বার্নারডিনো কাউন্টির শেরিফ।
পর্বতারোহণের নেশা ছিল প্রয়াত অভিনেতা জুলিয়ান স্যান্ডসের (Julian Sands)। গত ১৩ জানুয়ারি তিনি লস অ্যাঞ্জেলসের সান গ্যাব্রিয়েল পর্বতমালায় যান অভিযানে। এরপর থেকেই তাঁর আর কোনও খোঁজ মেলেনি। সেখানকার মাউন্ট বাল্ডি পর্বতারোহীদের খুব প্রিয় এক জায়গা। জুলিয়ানও সেই শৃঙ্গেই উঠতে চেষ্টা করেছিলেন। কিন্তু প্রবল শৈত্যের কবলে পড়ে যান তিনি।
[আরও পড়ুন: টম ক্রুজের এই ছবির নকল হৃতিকের ‘ফাইটার’! সোশ্যাল মিডিয়ায় জল্পনা তুঙ্গে]
প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে প্রতিকূল আবহাওয়াতেই কোনও দুর্ঘটনা প্রাণ কেড়েছে তাঁর। জানা গিয়েছে, সেই সময় সেখানকার তাপমাত্রা নামতে নামতে মাইনাস ৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল। গত ২৫ জুন ওই এলাকা থেকে উদ্ধার হওয়া একটি কঙ্কালের শরীরকেই চিহ্নিত করা হয়েছে ব্রিটিশ বংশোদ্ভূত অভিনেতার শরীর হিসেবে।